স্পোর্টস ডেস্কঃ
চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়েছে বাংলাদেশ। প্রথম ওভারেই ওপেনার সাদমান ইসলামকে হারিয়েছে তারা
আফগানিস্তান দলে যে স্পিনার নেই তা নয়। কিন্তু বাংলাদেশের মতো কোনো পেসার ছাড়া মাঠে নামেনি সফরকারি দল। পেসার ইয়ামিন আহমদজাইকে নিয়েই মাঠে নেমেছে আফগানিস্তান। চট্টগ্রামের স্পিনবান্ধব উইকেটে এ পেসারই প্রথম সাফল্য এনে দিলেন তাঁর দলকে। বাংলাদেশ প্রথম ইনিংসে চতুর্থ বলে ফিরিয়েছেন ওপেনার সাদমান ইসলামকে (০)। বাংলাদেশের স্কোরবোর্ডে তখনো কোনো রান যোগ হয়নি।
প্রথম ইনিংসে ৩৪২ রান তুলেছে আফগানিস্তান। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট বিচারে এ রান বেশ বড় সংগ্রহই। আর শুরুতেই সাদমানকে হারিয়ে আরও চাপে পড়েছে বাংলাদেশ। সৌম্য সরকার ও লিটন দাস মিলে আপাতত সে চাপমুক্ত হওয়ার লড়াই করে যাচ্ছেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভার শেষে ১ উইকেটে ১ রান নিয়ে লাঞ্চ বিরতিতে গেছে বাংলাদেশ।
টেস্ট ক্রিকেটে বাঁ হাতি ব্যাটসম্যানদের ক্ষেত্রে ডান হাতি বোলারদের প্রথাগত লাইন-লেংথ মেনেই সাদমানকে তুলে নিয়েছেন ইয়ামিন। এমন আহামরি কোনো ডেলিভারি ছিল না তবে অ্যাঙ্গেল আর লেংথ দিয়ে সাদমানকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেছেন এ পেসার।