রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৩১ অপরাহ্ন

ফলোআপ : বীরগাঁওয়ের সংঘর্ষের ঘটনায় ৯ জন গ্রেফতার

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২০
  • ২৩৪ বার

বিশেষ প্রতিনিধি:: দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও গ্রামে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ৯জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গত রাত (৮মে) ৮টা থেকে ১১টার মধ্যে অভিযান চালিয়ে সংঘর্ষের সাথে জড়িত সন্দেহে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য মিজানুর রহমানের পক্ষের খালপাড় গ্রামের মৃত মছরু মিয়া ছেলে ছলিব নূর বাচ্ছু (৪৭), মৃত আবদুর রহমানের ছেলে আবুল খয়ের (৫০), মিজানুর রহমানের ছেলে ছাদিকুর রহমান (২৯), মৃত আবদুস সত্তারের ছেলে সুজায়ের রহমান (৪০), রাশেদ আহমদ (৩২), পারভেজ আহমদ লিটুর ছেলে মো. আবদুল্লাহ্ আল সাঈদ (১৯) ও মৃত আছিন উল্লাহর ছেলে মো. জহিরুল ইসলাম জহির (৪৬)। অপরদিকে, মৃত মতিবুর রহমানের ছেলে মুহিবুর রহমানের পক্ষে আটককৃত ২জন হলো- মৃত জমির উদ্দিনের ছেলে সৈয়দুল ইসলাম (৩৪) ও মৃত নজরুল ইসলামের ছেলে ইউনূছ আহমদ। গ্রেফতারকৃত সকলকেই শনিবার (৯মে) সকালে আদালতে পাঠিয়েছে দক্ষিণ সুনামগঞ্জ পুলিশ।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। রাত প্রায় ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে উভয়পক্ষের ৯জনকে গ্রেফতার করতে সক্ষম হয় তারা। গ্রেফতারকৃতদের মধ্যে মেম্বার মিজানুর রহমান মিজানের পক্ষের ৭ ও মুহিবুর রহমানের পক্ষের ২জন।

দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘পুলিশ অভিযান চালিয়ে ঘটনার দিন রাতেই উভয়পক্ষের ৯জনকে গ্রেফতার করে। পরদিন সকালে তাদের সবাইকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ