সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৫০ পূর্বাহ্ন

ফণীর প্রভাবে বিরামহীন বৃষ্টিতে দুশ্চিন্তায় কৃষক!

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ৪ মে, ২০১৯
  • ৪৯৪ বার

বুরহান উদ্দিন ও খালেদ হাসান:: ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার রাত আজ সারাদিন টানা ঝড়বৃষ্টিতে জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। তৈরী হয়েছে উপজেলার বিভিন্ন এলাকায় স্থায়ী জলাবদ্ধতা। অনেক এলাকার রাস্তায় পানি জমে যাওয়ায় মানুষ সীমাহীন কষ্টে পড়েছেন। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে জীবন। তবে কোন ক্ষয়ক্ষতির খবর এখনও পাওয়া যায়নি।

সরেজমিন দেখা যায়, দিনব্যাপী চলমান এই টানা ঝড়বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছেন সবাই জনদুর্ভোগের মাত্রা পৌঁছেছে চরমে। দিনে গণপরিবহন সংকট দেখা দিচ্ছে। উপজেলার অধিকাংশ রাস্তাঘাট খানাখন্দে ভরা। বৃষ্টির কারণে গণপরিবহন সংকটে শিক্ষার্থী, ব্যবসায়ী ও অফিসগামী মানুষসহ সব শ্রেণীপেশার মানুষকে সমস্যায় পড়তে হয়েছে।

এদিকে ফণীর প্রভাবে দিনব্যাপী ঝড়বৃষ্টির কারণে দ্রুত গতিতে বাড়ছে দক্ষিণ সুনামগঞ্জের বুকছিড়ে বয়ে যাওয়া সুরমা, মহাসিং ও নাইন্দা নদীর পানি। ফলে ফসলহানির আশংকায় চিন্তিত কৃষক।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ