মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৬:৩৮ অপরাহ্ন

প্রেম জানাজানি হলে প্রেমিক-প্রেমিকা নানা ভান ধরেন: তথ্যমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৪৪৩ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘খবরে পড়লাম জামায়াতই বিএনপিকে ছেড়ে চলে যাচ্ছে। অর্থাৎ বিএনপি চায় না জামায়াতকে ছাড়তে।’
মন্ত্রী আরও বলেন, ‘এটা বিএনপির কৌশলও হতে পারে। গভীর প্রেম অনেক সময় সমাজে জানাজানি হলে প্রতিরোধ আসে, তখন প্রেমিক-প্রেমিকা নানা ভান ধরেন। এটা তেমন কৌশল কিনা দেখতে হবে।’
বিএনপি-জামায়াত আলাদা হচ্ছে সংবাদমাধ্যমে আসা এমন খবরের বিষয়ে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের তথ্যমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধে জড়িতদের সঙ্গে নির্বাচন-আন্দোলন করে ভুল করেছি- বিএনপি এমন ঘোষণা দিলে আমরা তাদের সাধুবাদ জানাতাম।
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানোর বিষয়েও কথা বলেন হাছান মাহমুদ।
মন্ত্রী বলেন, ‘রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন খালেদা জিয়াকে মুক্তি দেয়ার জন্য। কিন্তু খালেদা জিয়া কেন- কোনো বন্দিকেই মুক্তি দেয়ার এখতিয়ার প্রধানমন্ত্রীর নেই। এই এখতিয়ার শুধুই আদালতের। রিজভী বারবার এই আহ্বান জানিয়ে প্রকৃতপক্ষে আদালতের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছেন, আইনের প্রতি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন করছেন।’
তিনি বলেন, ‘বিএনপি যদি খালেদা জিয়ার মুক্তি চায়, তাহলে আদালতের আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের এগোতে হবে। আইনি প্রক্রিয়ার মধ্যে না গিয়ে তারা যদি অন্য কোনো প্রক্রিয়ায় খালেদা জিয়ার মুক্তি চান, সেটি সম্ভব নয়। খালেদা জিয়া তার দোষ স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করতে পারেন। রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করতে পারেন, তার মুক্তির ব্যবস্থা করতে পারেন, এর বাইরে অন্য কোনো সুযোগ নেই।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ