মো. মুন্না মিয়া ::ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন এখনও চূড়ান্ত হয়নি। মনোনয়ন চূড়ান্ত করতে দুয়েক দিন সময় লাগবো বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তবে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) ২২৬ নং আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আজিজুস সামাদ আজাদ ডন দলীয় মনোনয়ন পেয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছবি ভাইরাল হয়েছে।
ডন সমর্থকেরা ‘আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আজিজুস সামাদ আজাদকে’ নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। এছাড়া ডন মনোনয়ন পেয়েছেন বলে মিষ্টি বিরতণ করেছেন এমন ছবিও ফেসবুকে ভাইরাল। এনিয়ে স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ধুম্রজাল সৃষ্টি হয়েছে।
তবে এসব ধুম্রজাল উড়িয়ে এ প্রতিবেদককে মুঠোফোনে শুক্রবার দুপুরে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেন – “এসব বিভ্রান্তি, আমাদের দলীয় সভাপতি জননেত্রী শেখ হাসিনা ছাড়া অন্য কেউ বলতে পারবেন না; তিনি যাকে ঘোষণা করবেন তিনিই দলীয় মনোনীত প্রার্থী। তাছাড়া প্রধানমন্ত্রীর ঘোষণার আগে কেউ মনোনীত প্রার্থী লিখতে পারেন না। এটা দলীয় শৃঙ্খলা বিরোধী।”
একপ্রশ্নের জবাবে মুকুট বলেন- ” আমাদের জেলার সভাপতির সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব।” এপ্রসঙ্গে আজিজুস সামাদ আজাদ ডনের সঙ্গে একাধিকবার মুঠোফোনের ০১৮…..৬২৫ নম্বরে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি।