আকাশে মেঘের গর্জন!
বলে আমার উদাসী মন,
এল বুঝি! বৈশাখ এল রে।
মাঠে মাঠে ব্যস্ততা,
বাতাসে নতুন ধানের গন্ধ!!
এত দেখি! বৈশাখী আমেজ এল রে।
হঠাৎ কালো মেঘে ঢাকে আকাশ!!!
ঝড়ো বাতাশ ছোটে চলে প্রলয়ংকরী,
এমন রূপে সাজে প্রকৃতি, বৈশাখ এলেই পরে।
খোকা খোকির ছোটা ছোটি,
কেনাকাটা মোটা মোটি!
এল বুঝি বৈশাখ এল রে………
ফয়ছল আহমদ, প্রভাষক (ইতিহাস)
ডুংরিয়া হাই স্কুল এন্ড কলেজ।