শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেলেন সুনামগঞ্জের বৈশাখী

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫২৩ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ২০১৮ তে চ্যান্সেলর (রাষ্ট্রপতি) স্বর্ণপদক পাওয়ার পর এবার‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৬’ পেয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালে মাস্টার্স অব সায়েন্স কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ থেকে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জনকারী স্মিতা দাশ
বৈশাখী। রোববার বেলা সাড়ে ১০টায় ঢাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি কার্যালয় ‘শাপলা’ তে প্রধানমন্ত্রী সুনামগঞ্জের মেধাবী শিক্ষার্থী বৈশাখীর হাতে স্বর্ণপদক তুলে দেন। এর আগে ১৫ ফেব্রুয়ারি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর রাষ্ট্রপতি অ্যাড. মো. আব্দুল হামিদের কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন স্মিতা দাশ বৈশাখী।
মেধাবী শিক্ষার্থী বৈশাখী সুনামগঞ্জ শহরের সরকারি মহিলা কলেজ রোডের বাসিন্দা জনতা ব্যাংক লি. সুনামগঞ্জ শাখার সাবেক ব্যবস্থাপক যোগেন্দ্র কুমার দাশ ও টুকেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা বীনা
রানী তালুকদারের মেয়ে। মেধাবী শিক্ষার্থী স্মিতা দাশ বৈশাখী ২০০৮ সালে সুনামগঞ্জ শহরের সরকারি সতীশ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে জিপিএ-৫, ২০১০ সালে সুনামগঞ্জ সরকারি কলেজ থেকে এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। ২০১২ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদে ভর্তি হয়ে ২০১৬ সালে কৃষি অনুষদ থেকে সম্মানে (অনার্স) প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করেন ও পরে ২০১৭ সালে কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগ থেকে প্রথম বিভাগে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করে বৈশাখী। বৈশাখী প্রশাসন ক্যাডারে চাকুরী
করতে চায়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ