মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৪:১৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ঘর পেল শান্তিগঞ্জের ৪০টি পরিবার

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২২৮ বার

বিশেষ প্রতিনিধি::

সুনামগঞ্জের শান্তিগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীন ৪০টি পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার(২৬ এপ্রিল) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এফআইভিডিবির হলরুমে হস্তান্তর কর্মসূচি আনুষ্ঠানিকভাবে গণভবন প্রান্ত থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উদ্বোধন পূর্ববর্তী আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় ভার্চুয়ালি যুক্ত হিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি।

মন্ত্রী বলেন, আগে দেশে এরকম পাঁকা ঘর ছিলনা, স্কুল পর্যন্ত কাচা ছিল। গ্রামের শতভাগ ঘরই মাটির ছিল। কারণ আমরা পরাধীন ছিলাম। অনেক দুঃসময় পার করে এখন স্বাচ্ছন্দ্যে আছি আমরা। এর মূল কারণ হলো আমাদের স্বাধীনতা। যে স্বাধীনতা পেতে গিয়ে লক্ষলক্ষ মানুষ প্রাণ দিয়েছেন, আমাদের মা-বোনের সম্ভ্রম হারাতে হয়েছে। এই স্বাধীনতা এমনি এমনি আসেনি। স্বাধীনতার পর আমরা ধীরে ধীরে এগুচ্ছিলাম। তবে বর্তমান সরকারের আমলে উন্নয়নের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি আমরা। গৃহহীনদের ঘরগুলো দেখলে গর্ভে বুকটা ভরে যায়। ঘর পেয়ে কতখুশি মানুষ। তাদের জীবনমান কত উন্নত হয়েছে। তারা যা কল্পনাই করতে পারেননি আজ তা বাস্তবায়ন করেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। এজন্য দেশের মানুষ তাকে ভালোবাসে, সম্মান করে।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ খালেদ চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সহ সভাপতি হাজী তহুর আলী, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন,পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান শাহীনুর রহমান শাহীন, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া,উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, সমবায় কর্মকর্তা মাসুদ আহমেদ, খাদ্য কর্মকর্তা ধীরাজ নন্দী, এলজিডির প্রকৌশলী নূর আল তারেক,পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীম চন্দ্র তালুকদার, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল দাস প্রমুখ।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ