=১=
প্রকৃতির এক লীলাভূমি সুনামগঞ্জ জেলা-
বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যে ঘেরা।
সুনাম, সুখ্যাতি আর সু’যশে আমাদের
জেলাটা বিশ্ব দরবারে এক অনন্য সেরা।
সুনামগঞ্জ শুধুই কি সুনামে সুনামে ভরা ?
জেলাটা আমাদের স্মৃতির পাতায় মেলা।
=২=
শ্রীচৈতন্য মহাপ্রভুর পনাতীর্থের ¯œান।
পূণ্যার্থীদের বাড়িয়েছে আদর-সম্মান।
শাহ-আরেফিন (র:) মাজার জিয়ারত
দলে দলে ভক্তবৃন্দরা যাচ্ছে অবিরত।
একইসাথে ¯œান-জিয়ারত দুটি উৎসব
ভক্তগণের জমজমাটে এক মহোৎসব।
=৩=
শিল্পী আর গানের কথা এবার বলি ভাই
জারি, সারি,ভাটিয়ালী শেষ কি আর পাই।
মরমী রাধারমণ, হাসনরাজা অপার মহিমা
আব্দুল করিম , দূবীনশাহ হয় কি তুলনা।
ভাটির জনপদে ঐতিহ্যবাহী ধলের মেলা,
আছে সুমেশ্বরী আর হুমাইঠাকুরের মেলা।
=৪=
মেলায় মেলায় খেলা, নয় বেলার অবহেলা
আং সামাদ, সুরঞ্জিতসেন ধরেছিলেন ভেলা।
দক্ষিণ সুনামগঞ্জের নান্দনিক ‘দেখার হাওড়’
সেইসাথে টাঙ্গুয়া, শনি আর করচা’র হাওড়।
ভাটিবাংলায় কষ্ঠের মধ্যে একটুও নাই শ্বাস
হাওড় পাড়ের বসবাস, দুঃখ থাকে বারমাস।
=৫=
পাগলাবাজার জামে মসজিদ প্রাচীন অবদান
পাথারিয়া ইসকন মন্দির ¯্রষ্টার অর্পূব দান।
প্রাচীন ঐতিহ্যে ঘেরা হাসন রাজার বাড়ী;
সুদর্শনীয় শুকাইর-গৌরারং জমিদার বাড়ী।
নারায়নতলা, বগলার পয়েন্টে খ্রিষ্টান মিশন;
দোয়ারাবাজারের বাঁশখালী বাংলার ভিশন।
—————————————
=৬=
তিনশ’ ষাট আউলিয়ার অন্যতম সফরসঙ্গী
পীর, ফকির, দরবেশ হয়েছেন অমরসঙ্গী।
রামকৃষ্ণ, লোকনাথ,নির্ম্বাক আর অনুকুল
সকল ধর্মাবলম্বী পেয়েছেন অকুলের কুল।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান নেই ভেদ;
পরষ্পর ভাই ভাই, ভুলিয়া ধর্মের বিভেদ।
=৭=
দিবারাতি ঝক ঝকা ঝক ট্রেন চলে ছাতকে
দুইশ শয্যার হাসপাতাল আছে কৈতকে।
ছাতক-টেকেরঘাটের কয়লা, চুনাপাথর
লাখ শ্রমিকের বেকারত্ব লাঘবের আতর।
তাহিরপুর-বিশ্বাম্ভরপুরের রূপালী বালি
সোনালী স্থাপনা নির্মাণে জোগায় মালী।
=৮=
দক্ষিণ সুনামগঞ্জ আর দিরাই-শাল্লার কথা
কৃষকদের মনে বেড়ীবাঁধ নির্মাণের ব্যথা।
যতনে রতন ফলে,কৃষক-কৃষাণী ফলায় ধান
ভাগ্যের নির্মম পরিহাসে সব কেড়ে নেয় বান।
জগন্নাথপুরে কৃষকরা ধান ফলায় গোলা ভরে,
সবার মনে অনাবিল উল্লাসে রঙ্গীন স্বপ্ন ঘোরে।
=৯=
ধর্মপাশা-মধ্যনগর-জামালগঞ্জের মাঝিরা
বাউল, উড়ি আর পদাবলী গানে মাতোয়ারা।
ডলুরা শহীদ স্মৃতিসৌধ, বধ্যভূমি কালের সাক্ষী
জগৎজ্যোতি পাঠাগার ও জুবিলী স্কুল প্রাচীন রক্ষী;
বিশ্বাম্ভরপুরের পলাশ মনে করায় পলাশীর শেষ সূর্য
আজও বহমান সুরমা-কুশিয়ারার।
=১০=
প্রকৃতির লীলাভূমি সুনামগঞ্জের কিছু কথা
যোগাযোগহীন, গ্যাস বিহীন জীবনের ব্যথা।
যোগাযোগের দুরাবস্থা ধাবাতে পারেনি কভু
সিলেট বিভাগে শিক্ষায় শতভাগ এগিয়ে তবু;
সুনামগঞ্জের সুনাম বিশ্ব জুড়ে থাকুক অটুট
নতুন প্রজন্মরা ছিনিয়ে আনুক সোনালী মুকুট।