মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১১:০১ অপরাহ্ন

পুলিশ-বিজিবির সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, জনশূন্য থানচি

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৪৭ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ বান্দরবানের থানচিতে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ’র) সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়েছে। জনশূন্য হয়ে পড়েছে থানচি বাজারসহ আশপাশের এলাকা।

বৃহস্পতিবার রাত দশটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত গোলাগুলি চলছে। স্থানীয়রা জানায়, রাত আটটার দিকে দুইশতাধিক পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ’র) অস্ত্রধারী সন্ত্রাসী থানচি বাজার ঘেরাও করে এলোপাতাড়ি গুলি বর্ষণ করে।

সশস্ত্র সন্ত্রাসীদের মধ্যে নারী কেএনএফ’র সংখ্যায় বেশি ছিল। এসময় কেএনএফ পুলিশের থানচি থানা ঘেরাও করতে গেলে আইনশৃংখলা বাহিনীর সঙ্গে কেএনএফ’র গোলাগুলি শুরু হয়। উভয়ের ব্যাপক গোলাগুলি হয়েছে থেমে থেমে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, কেএনএফ সশস্ত্র সন্ত্রাসীদের সঙ্গে আইনশৃংখলা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয়েছে রাত দশটা পর্যন্ত। কেএনএফ থানচি থানার অস্ত্র লুট করতেই হামলা চালিয়েছিল। এসময় আইনশৃংখলা বাহিনীর পাল্টা প্রতিরোধে পালিয়ে যায় কেএনএফ সন্ত্রাসীরা।
গোলাগুলির শব্দে ভয়ে আতঙ্কে জনশূন্য হয়ে পড়েছে থানচি বাজারসহ আশপাশের এলাকাগুলো। বৃষ্টির মত গুলির শব্দ শোনা যায় থানচি বাজারে। অনেকে গুলিবিদ্ধ হওয়ার আশঙ্কা রয়েছে।

থানচি বাজারের ব্যবসায়ী মোহাম্মদ জসিম জানান, কেএনএফ পুরো থানচি বাজার দখল করে নেয়। গোলাগুলির শব্দে প্রাণ বাঁচাতে ঘরবাড়ি ছেড়ে পাহাড়ে আশ্রয় নিয়েছি। বাজার এলাকায় কোনো লোকজন নেই। বৃষ্টির মত গুলির শব্দ শোনা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জসিম উদ্দিন জানান, থানচি পরিস্থিতি খুবই ভয়াবহ। বিস্তারিত এ মুহুর্তে বলতে পারছিনা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ