বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ০২:১৮ অপরাহ্ন

’পুলিশ জনগনের বন্ধু’ বাস্তব প্রমাণ জৈন্তাপুর থানার ওসি মায়নুল জাকির

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২১ জুলাই, ২০১৮
  • ৬৮১ বার

নাজমুল ইসলাম, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: পুলিশ জনগনের বন্ধু কথায় নয় বাস্তবে তার প্রমাণ। সিলেটের জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খাঁন মোহাম্মদ মায়নুল জাকিরের এমন মহানুভতি দেখে মুগ্ধ জৈন্তপুরবাসী মুগ্ধ পুলিশ থানার সকল পুলিশ সদস্যরা। আসলে ’মা’ কি জিনিস তা বুঝিয়ে দিলেন তিনি। জৈন্তাপুর থানার ওসি মায়নুল জাকির থানা থেকে বের হওয়ার সময় উনার চোঁখে পড়লো ওই বৃদ্ধা মাকে। তিনি দেখে সাথে সাথে গাড়ি থেকে নেমে বসে গেলেন ওই বৃদ্ধা মায়ের সামনে দেখেন ওই বৃদ্ধা মহিলা একজন মানসিক রোগী।

ওর সাথে কথা বলছেন তিনি এবং যে ভালোবাসা দেখিয়েছেন। আশে পাশে থাকা সকল লোকজন অবাক হয়ে দেখেছেন। তিনি যে ভাবে ডেকেছেন আজকের সমাজে অনেকেই নিজের মাকে ডাকে না, শব্দ গুলো হল (মাগো ও মা তোমার বাড়ি কোথায়, মা যেন কি বলছেন কিছু বুঝা যায় নি। আবার বল্লেন ও মা মাগো তুমি খাওয়া দাওয়া করবে, কি খাবেন নিয়ে আসবো) উনার এমন মহানুভবতা দেখে উপস্থিত সকল মুগ্ধ হয়ে অপলক দৃষ্টি তে থাকিয়ে থাকেন। তিনি উপস্থিত লোকজনসহ দেশবাসীকে দেখিয়ে দিলেন ’মা’ কাকে বলে এবং মাকে কি ভাবে সম্মান দিতে হয়। উপস্থিত জৈন্তাপুর বাজারের ব্যবসায়ীরা ওসি মায়নুল জাকিরের উদ্ধেশ্যে বলেন, হাজারো সালাম জানাই স্যার আপনাকে, আপনার এই ভালোবাসাটুকু আমৃত্যু জৈন্তাবাসী স্মরন রাখবে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ