সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:১৫ অপরাহ্ন

পুনর্বাসনের দাবীতে বন্যা দূর্গত খামারীদের মানববন্ধন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২
  • ১৫১ বার

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জে বন্যা দূর্গত খামারীদের পুনর্বাসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(২৮ জুলাই) শহরের ট্রাফিক পয়েন্টে মৎস্য ও প্রাণীসম্পদ খামারী সংঘের উদ্যোগে সকল খাতের খামারীদের উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হাউস ও খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক- খানির সহযোগিতায় উক্ত মানববন্ধনে মৎস্য ও প্রানীসম্পদ খামারী সংঘের আহবায়ক মোঃ দারু মিয়া সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল আলম সিদ্দিকীর পরিচালনায় বক্তব্য রাখেন হাউসের নির্বাহী পরিচালক সালেহিন চৌধুরী শুভ, জিয়া উদ্দিন, জাহির উদ্দিন জাহিদ, আব্দুল লতিফ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,খামারীদের বিনা সুদে পুনর্বাসন ঋণ প্রদান করতে হবে। ক্ষুদ্র ও প্রান্তিক খামারীদের সরকারি প্রণোদনা দিতে হবে। খামারীদের ব্যাংক ঋণ পুনঃ তফশিল করতে হবে। মৎস্য ও প্রাণীসম্পদ খাতকে বীমার আওতায় আনতে হবে। সুনামগঞ্জ জেলার মৎস্য ও প্রাণী খাতের পুনর্বাসনে সরকারী প্রকল্প চাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ