শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০১:০৪ অপরাহ্ন

পিএসসি মডেল টেষ্ট পরীক্ষা: দোয়ারাবাজারে প্রথম দিনেই অনুপস্থিত-৩০১

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৫০ বার

এম এ মোতালিব ভুঁইয়া ::
দোয়ারাবাজারে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চুড়ান্ত মডেল টেষ্ট শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিনেই ৩০১জন অনুপস্থিত রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, ১৭ সেপ্টেম্বর সোমবার সকাল ১০.৩০টা হতে দোয়ারাবাজার উপজেলার হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭টি প্রতিষ্ঠানের ১শ ৫২জন- অনুপস্থিত ১০জন,কলাউড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪টি প্রতিষ্টানের মোট ৯৬জন- অনুপস্থিত২জন,জাহাঙ্গীরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫টি প্রতিষ্ঠানের ১শ ৯৭ জন অনুপস্থিত ১০জন,পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪টি বিদ্যালয়ের ১শ ৪০জন- অনুপস্থিত ৫জন,লিয়াকতগঞ্জ সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে ১৫টি প্রতিষ্ঠাানের মোট ৩শ ৫৩জন- অনুপস্থিত ১৭জন,চকবাজার সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে ১১টি প্রতিষ্ঠানের ২শ ৫৫জন- অনুপস্থিত ১৮জন,লক্ষীপুর সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে ৪টি স্কুলের ১শ ৩৪জন- অনুপস্থিত ৭জন,দ্বীনেরটুক সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে ৫টি স্কুলের ১শত ৬০জন- অনুপস্থিত ৮জন,নরসিংপুর সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে ৫টি প্রতিষ্ঠানের ১শ ৯৪জন- অনুপস্থিত ৬জন
, মন্তাজনগর সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে ৭টি প্রতিষ্ঠানের ২শ ২জন- অনুপস্থিত ১৭জন,দোয়ারাবাজার মডেল সরকারী প্রাইমারী স্কুল কেন্দ্রে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩শ ৬২জন- অনুপস্থিত ৩৯জন,
লাস্তবেরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬টি বিদ্যালয়ের ১শত ৮৩জন- অনুপস্থিত ১৮জন,গোয়ারাই সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪টি বিদ্যালয়ের ১শত৪৭জন- অনুপস্থিত ১৩জন,
,ধোপাখাই সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪টি বিদ্যালয়ের ৯৮জন- অনুপস্থিত ১জন, কান্দাগাওনোয়াগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩টি বিদ্যালয়ের ১শত ১০জন- অনুপস্থিত ১১জন,
পানাইল সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪টি বিদ্যালয়ের ১শত ২৪জন -অনুপস্থিত ৭জন,সাহেবেরগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯টি বিদ্যালয়ের ২শত ২৫জন- অনুপস্থিত ৫জন,
শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১০টি বিদ্যালয়ের ২শত ২৬জন- অনুপস্থিত ১৪জন,
জলসী সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪টি বিদ্যালয়ের ৬৭জন – অনুপস্থিত ১জন,
চন্ডিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের ১শত ৮২জন- অনুপস্থিত ৯জন,
,ডুলপুশি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪টি বিদ্যালয়ের ১শত৬৪জন- অনুপস্থিত ৮জন,
,হাজারীগাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪টি বিদ্যালয়ের ১শতজন- অনুপস্থিত ৫জন
গোভরন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬টি বিদ্যালয়ের ১শত৬৫জন- অনুপস্থিত ১০জন,
পেস্কারগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪টি বিদ্যালয়ের ১শত১৮জন- অনুপস্থিত ৯জন,
বগুলা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯টি বিদ্যালয়ের ২শত৫৫জন- অনুপস্থিত ১০জন,
,টেংরা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৮টি বিদ্যালয়ের ২শত৬৪জন – অনুপস্থিত ৮জন,
টিলাগাও সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩টি বিদ্যালয়ের ৩শত২০জন- অনুপস্থিত ২৬জন এবং
আজমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৫টি বিদ্যালয়ের ১শত৩৪জন- অনুপস্থিত ৭জন
,পরীক্ষার্থীসহ ১৮২ প্রতিষ্ঠানের ৫হাজার ১শ ২৭জন পরীক্ষার্থীদের নিয়ে প্রাথমিক বিদ্যালয়েত ২৮টি কেন্দ্রে পিএসসি চুড়ান্ত মডেল টেষ্ট পরীক্ষা শুরু হয়েছে। তম্মধ্যে মধ্যে প্রথমদিনের পরীক্ষায় ৩শ ১জন অনুপস্থিত ছিল।

দোয়ারাবাজার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আবু রায়হান জানান, চলতি পরীক্ষার প্রথম দিনে উপজেলার ২৮টি পরীক্ষা কেন্দ্রে ৫হাজার ১শত২৭জন পরীক্ষাথীর মধ্যে ৩শত ১জন অনুপস্থিত রয়েছে। এদের মধ্যে বেশীর ভাগই বালিকা, পরীক্ষায় প্রশ্নপত্রের মান এবং শিক্ষার্থীদের অংশ গ্রহণ সন্তোষজনক। তবে সিজনাল কাজের জন্য অন্য জায়গায় কাজে যাওয়ায় এবং গ্রাম্য এলাকায় কিশোরী ম্যাচিউট হলে স্কুলে আসা-যাওয়া বন্ধ এত পরীক্ষার্থী অনুপস্থিতির কারণ বলে মনে করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ