রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৬:৩৮ পূর্বাহ্ন

পিআইসির সভাপতি আটক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯
  • ৫৮২ বার

স্টাফ রিপোর্টার:: হাওরের ফসল রক্ষা বাঁধে গাফিলতির জন্য সুনামগঞ্জ জেলা জুড়ে চলছে আটক ও মুচলেকার মহৌৎসব।প্রতিদিনই কাউকে না কাউকে আটক করা হচ্ছে। তবুও বাধের কাজে গাফিলতি থামার কোন বালাই নেই। জেলার অন্যান্য উপজেলার ন্যায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দেখার হাওরে ফসল রক্ষা বাঁধের কাজে গাফিলতি, ত্রুটি ও অনিয়ম করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩১ নং পিআইসির সভাপতি আরশ আলীকে আটক করা হয়েছে।আটকের পর ভ্রাম্যমান আদালত আরশ আলীকে অর্থদন্ডও প্রদান করেছেন।

শনিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফি উল্লাহ’র নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩১ নং পিআইসির সভাপতি আরশ আলীকে আটক করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ জানান, আরশ আলীকে বার বার তাগিদ দিয়েও কাজ করানো যাচ্ছিল না, তার কাজে অনেক ত্রুটি থাকায় ও আইন অমান্য করায় থাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আটক করে অর্থদন্ড দেওয়া হয়েছে।আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।কাউকে ছাড় দেয়া হবে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ