দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সরকারের বর্তমান মন্ত্রিসভার কোনো সদস্য হিসেবে তিনিই প্রথম করোনায় আক্রান্ত হলেন।
বান্দরবনের সিভিল সার্জন ডা. অংসুইপ্রু মারমা শনিবার রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। মন্ত্রী বর্তমানে বান্দরবানে তার বাসভবনে আছেন।
এর আগে কয়েকজন সংসদ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হলেও এই প্রথম কোনো মন্ত্রী আক্রান্ত হলেন।
আওয়ামী লীগ নেতা বীর বাহাদুর ১৯৯১ সালের নির্বাচনে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ২০১৪ সালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
২০১৯ সালে আওয়ামী লীগ আবারও সরকার গঠন করলে তিনি ওই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পান।