বিনোদন ডেস্কঃ
পাকিস্তানের পেশোয়ারে মারা গেলেন বলিউড তারকা শাহরুখ খানের চাচাতো বোন নূর জাহান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২। নূর জাহান তাঁর শহরের একজন কাউন্সিলর ছিলেন। তাঁর পাশের শহরের কাউন্সিলের সদস্য মিয়ান জুলফিকার তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন।
নূর জাহানের স্বামী আসিফ বোরহান পাকিস্তানি গণমাধ্যমকে জানান, দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন নূর জাহান। অবশেষে গতকাল ২৮ জানুয়ারি মঙ্গলবার ক্যানসারের কাছে হার মেনে পৃথিবী থেকে চিরবিদায় নেন তিনি।
২০১৮ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে পিকে ৭৭ আসন থেকে তিনি মনোনয়ন নিয়েছিলেন। পরে অবশ্য তা প্রত্যাহার করে নেন। শহর ও জেলায় নামডাক ছিল কাউন্সিলর নূর জাহানের। পেশোয়ারের সাবেক জেলা প্রশাসকও ছিলেন তিনি।
রাজনীতিতে তাঁর অবস্থান বেশ সক্রিয় ছিল বলে জানা যায়। ১৯৯৭ ও ২০১১ সালে দুবার শাহরুখের সঙ্গে দেখা করতে ভারতে আসেন নূর। শাহরুখের বাড়ি মান্নাতেও থেকেছেন তিনি। ভাইয়ের সঙ্গে গভীর সম্পর্ক ছিল নূর জাহানের। প্রথমবার তাঁর স্বামীকে সঙ্গে এনেছিলেন। পরেরবার একাই এসেছিলেন তিনি। সীমান্তের ওপারে থেকেও এ দেশের নিকটাত্মীয়দের সঙ্গে ভালো যোগাযোগ ছিল নূর জাহানের।
১৯৪৭ সালে দেশভাগের পর শাহরুখের পরিবার ও তাঁর চাচা (নূর জাহানের বাবার পরিবার) পাকিস্তানে স্থায়ী হয়। এর আগে ভারতেই থাকতেন তাঁরা।