সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০২:২২ অপরাহ্ন

পাকিস্তানের সাবেক অধিনায়কের বিরুদ্ধে কর ফাঁকির মামলা

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ২৪১ বার

স্পোর্টস ডেস্কঃ  তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এখন ইংল্যান্ডে অবস্থান করছেন পাকিস্তান দলের অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ।

এরই মধ্যে তার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ এনেছে পাকিস্তানের ফেডারেল বোর্ড অব রেভিনিউ (এফবিআর)।

ইতিমধ্যে তার বিরুদ্ধে মামলাও দায়ের করেছে সংস্থাটি।

মামলায় হেরে গেলে ২ কোটি ৬০ লাখ পাকিস্তানি রুপি শোধ করতে হবে এই পাক তারকা ক্রিকেটারকে ।

এফবিআর সূত্রের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ এসব তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ২০১৪ সালে আয়ের বিবরণী দিয়েছিলেন হাফিজ। যেখানে ৮ কোটি ৬০ লাখ টাকার সম্পত্তি লুকিয়েছেন বলে দাবি করে এফবিআর। সেই দাবির সন্তোষজনক জবাব দিতে পারেননি হাফিজ।

অবশ্য এফবিআরের এ অভিযোগ শুরু থেকে উড়িয়ে দিয়ে আসছেন হাফিজ।

৩৯ বছর বয়সী এই সাবেক পাক অধিনায়কের দাবি, প্রতি বছর নিয়ম করেই কর দেন তিনি। তার ওপর আনীত কর ফাঁকি বা সম্পদ লোকানোর অভিযোগ ভিত্তিহীন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ