স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জসহ সিলেট বিভাগের অন্য তিন জেলায় সাত দফা দাবিতে (আজ ২৯ এপ্রিল) সোমবার ভোর ৬ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট বিভাগে কর্মবিরতির ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি।
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সভাপতি সেলিম আহমদ ফলিক এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, মৌলভীবাজারের শেরপুরে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো: ওয়াসিম আব্বাস মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার ধারা ৩০২ এর স্থলে ৩০৪ করাসহ সাত দফা দাবিতে এ তারা এ কর্মবিরতি পালন করছেন। তবে অ্যাম্বুল্যান্স ও প্রাইভেট গাড়ি এ কর্মবিরতির আওতার বাইরে থাকবে বলে তিনি জানান। তবে পরিবহন শ্রমিকরা প্রাইভেট গাড়িতেও বাধা দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
কর্মবিরতির কারণে সুনামগঞ্জে দূর পাল্লার সকল যাবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানা গেছে। সকাল থেকেই দুর্ভোগে আছেন যাত্রীরা। পরিবহন শ্রমিকরাও সংঘবদ্ধ হয়ে সড়কে মহড়া দিচ্ছে।