মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ পূর্বাহ্ন

পরিকল্পনামন্ত্রীর পক্ষে দিনরাত চলছে ত্রাণ বিতরণ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুন, ২০২২
  • ১৫৭ বার

স্টাফ রিপোর্টারঃ শান্তিগঞ্জে বন্যা পরিস্থিতিতে বন্যার্ত মানুষের জন্য পাঠানো পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের ত্রাণ বিতরণ চলছে দিনরাত। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের মাধ্যমে বন্যার্ত মানুষের ঘরে ঘরে গিয়ে পৌঁছে দেয়া হচ্ছে এই ত্রাণ৷

জানা যায়, গত কয়েকদিন যাবৎ উপজেলার ৮ টি ইউনিয়নের প্রত্যেক ঘরে ঘরে বন্যার্ত মানুষের খোজখবর নেয়ার পাশাপাশি খাদ্যসামগ্রী বিতরণ চলমান আছে৷ মন্ত্রী করোনা আক্রান্ত হয়েও সার্বক্ষণিক ত্রাণ বিতরণ তদারকি করছেন। প্রতিদিনই সকাল থেকে গভীর রাত পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত আছে৷ এরই ধারাবাহিকতায় শুক্রবার(২৪ জুন) দিনব্যাপী উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে বিভিন্ন গ্রামে মন্ত্রীর দেয়া ত্রাণ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান খোকন প্রমুখ৷

এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মন্ত্রীর একান্ত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন বন্যার্তদের খোঁজখবর নেয়ার পাশাপাশি ত্রাণ বিতরণ করছেন৷

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ