শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৩৮ পূর্বাহ্ন

পরিকল্পনামন্ত্রীর ডিওলেটারে ২৬ টি প্রাথমিক বিদ্যালয় পেলো নতুন ভবন

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪০৯ বার

ছায়াদ হোসেন সবুজ: প্রতিদিনই নতুন নতুন উন্নয়নের সাক্ষি হচ্ছে দক্ষিণ সুনামগঞ্জ তথা সুনামগঞ্জের মানুষ। প্রতিদিনই একেক করে হচ্ছে স্বপ্ন পূরন। সম্পুর্ণ হচ্ছে কল্পনার বাহিরের কাজও। আলোকিত হচ্ছে প্রটিটি স্থান। মানুষ শুনছে নতুন নতুন উন্নয়নের গল্প । এসব উন্নয়নের গল্পের পাশাপাশি দক্ষিণ সুনামগঞ্জবাসী আরেকটি উন্নয়নের সাক্ষি হলো। আর সেই উন্নয়নের গল্পটি হলো পরিকল্পনামন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নানের ডিওলেটারে দক্ষিণ সুনামগঞ্জে ২৬ টি প্রাথমিক বিদ্যালয়ে অনুমোদন পেলো ২তলা বিশিষ্ট অত্যাধুনিক ভবন।

চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের আওতায় এই বিদ্যালয় গুলোর ভবন অনুমোদন হয়।

নতুন ভবন প্রাপ্ত বিদ্যালয় গুলো হলো : ডুংরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, জয়কলস প্রাথমিক বিদ্যালয়, উজানীগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়, তেঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পার্বতীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়মোহা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিকেসিআর সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলমপুর-৩ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মৌগাও বাগের কোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছয়হাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঠাকুরভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাজিমপুর রেজিঃ প্রাথমিক বিদ্যালয়, মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোক্তাখাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাসকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, দুর্বাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধনপুর-সরদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীরগাও পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়, বীরকলস সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। উক্ত বিদ্যালয় গুলোর ভবন হয়ে গেলেই শ্রেনী সংকট দূর হবে। মানদাতার আমলের সেই ভবনগুলোতে জীবনের ঝুকি নিয়ে আর ক্লাস করতে হবেনা শিক্ষার্থীদের। শিক্ষার আলো ছড়িয়ে পড়বে চারিদিকে।

সচেতন মহলের মতে , পরিকল্পমন্ত্রী মহোদয়ের উন্নয়নের অগ্রযাত্রা হিসেবেই এই বিদ্যালয়গুলো নতুন ভবন পেয়েছে। শিক্ষার মান বৃদ্ধিতে এই সরকার গুরুত্বপূর্ণ অবদান রাখছে। সরকারের এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।
ভবন প্রাপ্ত একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বলেন, আমাদের বিদ্যালতে নতুন ভবন অনুমোদন হওয়ায় আমরা মাননীয় পরিকল্পনামন্ত্রী মহোদয়ের কাছে চির কৃতজ্ঞ। এখন ভবন হয়ে গেলেই আমাদের আর কোন সমস্যা থাকবে না। শ্রেনী সংকটের অবসান হবে। শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে না।
এব্যাপারে পরিকল্পনামন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী হাসনাত হোসাইন বলেন, শুধু বিদ্যালয়ের ভবনই নয় সুনামগঞ্জের সার্বিক উন্নয়নের আমাদের হাওরত্ন আলহাজ্জ্ব এম এ মান্নান মহোদয়ের কোন বিকল্প নেই। আগামীতেও আরও অনেক বড় বড় উন্নয়ন হবে যা এ অঞ্চলের মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারেনি।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফারুক আহমদ ও ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন বলেন, নিঃসন্দেহে এটি সরকারের একটি ভালো উদ্যোগ। শিক্ষা ক্ষেত্রে বর্তমান সরকারের অবদান অনস্বীকার্য। সরকার শিক্ষা ক্ষেত্রে গুরুত্ব দিয়েছে বলেই দেশের শিক্ষার হার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। একসাথে একটি উপজেলার ২৬ টি বিদ্যালয়ের ভবন নির্মানের অনুমোদন নজীরবিহীন ইতিহাস স্থাপন করেছে। আর তা সম্ভব হয়েছে আমাদের উন্নয়নের মহারথী হাওরত্ন পরিকল্পনামন্ত্রী আলহাজ্জ্ব এম এ মান্নান মহোদয়ের জন্যই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ