সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:৪৬ পূর্বাহ্ন

নড়াইলে মাশরাফির প্রচারণা শুরু

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২১ নভেম্বর, ২০১৮
  • ২২২ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগ থেকে নিশ্চিত মনোনয়ন পাচ্ছেন ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজা। দল থেকে এ নিয়ে ইঙ্গিতও পেয়েছেন মাশরাফি।
মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি মনোনয়ন পাচ্ছেন বলে ইঙ্গিত দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তার এমন ইঙ্গিতের পরপরই মাশরাফির জন্মভূমি নড়াইলে মিষ্টি বিতরণ ও নির্বাচনী প্রচারণা শুরু হয়।
স্থানীয় সূত্র জানায়, মাশরাফি নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হচ্ছেন এমন ইঙ্গিত পাওয়ার পরপরই জেলার সবখানে আলোচনা শুরু হয়। সেইসঙ্গে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী কে হচ্ছেন এ নিয়েও শুরু হয় আলোচনা। বিকেলে জেলার বিভিন্ন স্থানে খুশিতে মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পাশাপাশি মাশরাফির পক্ষে নড়াইলে নির্বাচনী প্রচারণা শুরু করেন ভক্তসহ দলীয় নেতাকর্মীরা।
মাশরাফির মনোনয়ন নিশ্চিতের খবর পেয়ে বিকেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস শহরের রূপগঞ্জে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে দলীয় নেতাকর্মীদের মিষ্টিমুখ করান। সেইসঙ্গে মাশরাফিকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়ী করতে সবার প্রতি অনুরোধ জানান তিনি।
এদিকে, শহরের পুরাতন বাস টার্মিনালে বঙ্গবন্ধু মঞ্চে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় দলীয় নেতাকর্মীরা মাশরাফির জন্য নৌকা মার্কায় ভোট চান।
পাশাপাশি মাশরাফির পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিকেলে আওয়ামী লীগ, যুবলীগ, যুব মহিলা লীগের আয়োজনে সদর উপজেলার শম্ভুডাঙ্গায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
বাঁশগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান সিরাজুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার খসরুল আলম পলাশ, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সঞ্জিবা হক রীপা, সদস্য সঞ্চিতা হক রিক্তা, পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলু, যুবলীগ নেতা নূর আলম শিহাব, জেলা ছাত্রলীগ নেতা মাহাবুবুর রহমান ও সাব্বির হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেট তারকা মাশরাফি বিন মর্তুজাকে নৌকা প্রতীকে দলমত নির্বিশেষে ভোট দিয়ে জয়ী করতে হবে। মাশরাফি শুধু নড়াইলের নয়, ১৬ কোটি মানুষের ভালোবাসার মানুষ। তাই তাকে বিপুল ভোটের ব্যবধানে জয়ী করে এ আসনটি শেখ হাসিনাকে উপহার দিতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আওয়ামী লীগকে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে পুনরায় ক্ষমতায় আনতে হবে। উঠান বৈঠকে বাঁশগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রামের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ