নিজস্ব প্রতিবেদক :: সকাল থেকে নৌকা নৌকা ধ্বনীতে মুখরিত হয়ে উঠে জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ। সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে টানা তৃতীয়বারের মতো আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামীলীগের মনোনয়ন জমা দিতে ঢাকা থেকে জগন্নাথপুর উপজেলায় আসেন বর্তমান সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা রানীগঞ্জ ফেরীঘাটে তাকে বরণ করতে হাজার হাজার নেতাকর্মীরা জড়ো হন। এসময় তিনি নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি বলেন,আওয়ামীলীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে বিশ্বাস করে আবারো নৌকা দিয়ে আপনাদের কাছে পাঠিয়েছেন। এখন আপনারা আপনাদের বিবেক কে জাগ্রত করে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সব ভেদাভেদ ভূলে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে।
পরে তিনি জগন্নাথপুর উপজেলা সদরের মির্জা ব্যারিষ্টার আব্দুল মতিন মার্কেটে নির্বাচনী কার্যালয়ের উদ্ধোধন করেন।
পরে পৌনে ১২ টায় সহকারী রিটার্নিং অফিসার ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট মনোনয়ন জমা দেন।পরে দক্ষিন সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার এর নিকট মনোনয়ন জমা দেন।এসময় জগন্নাথপুর ও দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।