সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ৭ অক্টোবর, ২০১৮
  • ২৫৪ বার

স্পোর্টস ডেস্ক 
থিম্পুতে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নেপালকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ৪৯ মিনিটে একমাত্র গোলটি করেন মাসুরা পারভীন।
দুই মাস আগে ভুটানের থিম্পুতে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব হারিয়ে কেঁদেছিলেন বাংলাদেশের মেয়েরা। সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের ট্রফি ভারতের কাছে হারিয়ে এলেও দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে বিজয়ের পতাকা উড়ালেন মৌসুমী, স্বপ্না, কৃষ্ণা, মারিয়া, সানজিদা ও তহুরারা।
তবে যতটা সহজে সাফল্য ধরা দেয়ার কথা ছিল, ততটা সহজে দেয়নি। এই ম্যাচে জয় পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে মেয়েদের।
গ্রুপপর্বে বাংলাদেশের কাছে ২-১ গোলে হারা নেপালই বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল লাল সবুজ জার্সিধারীদের। মেয়েরাও প্রত্যাশামাফিক ভালো খেলতে পারেনি। মৌসুমী, কৃষ্ণারা এ ম্যাচে ভুল পাস দিয়েছেন অনেক।
ভারতকে হারিয়ে ফাইনালে উঠা নেপাল টুর্নামেন্টে নিজেদের সেরাটা দিতে পেরেছে ফাইনালেই। বাংলাদেশের মেয়েদের সহজে ছেড়ে দেয়নি তারা। তবে ৪৯ মিনিটে ঠিকই গোল আদায় করেন মাসুরা পারভীন। অধিনায়ক মিসরাত জাহান মৌসুমীর ফ্রি-কিক থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন তিনি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ