বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১০:২৮ অপরাহ্ন

নেদারল্যান্ডসে দুই বেজির খামারে এবার ছড়িয়ে পড়েছে করোনা

Reporter Name
  • আপডেট টাইম : সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ২২৮ বার

অনলাইন ডেস্কঃ   
নেদারল্যান্ডসে দুই বেজির খামারে এবার ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এ ভাইরাস ধরা পড়ার পরই খামার দুটি লকডাউন করা হয়েছে।
দেশটির কৃষিমন্ত্রী রোববার এ তথ্য জানিয়ে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, কারও খামারে বা গৃহপালিত কোনো প্রাণী যদি এ ভাইরাসে আক্রান্ত হয়, তা হলে যেন সঙ্গে সঙ্গে স্বাস্থ্য বিভাগকে জানানো হয়। খবর ডেইলি ইয়েনিসাফাকের।
খামার দুটির বেজিগুলোর মধ্যে শ্বাসকষ্ট দেখা দিলে এগুলোর নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস ধরা পরে।
চিকিৎসকরা মনে করছেন, খামারে কাজ করা কর্মীদের মাধ্যমেই বেজিগুলো সংক্রমিত হয়েছে।
কৃষি মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কেউ খামার দুটির খামারগুলো ৪০০ মিটারের মধ্যে আসবেন না, এতে আপনিও প্রাণঘাতী ভাইরাসে সংক্রমিত হতে পারেন।
নেদারল্যান্ডসে প্রাণীদের মধ্যে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঘটনা এটিই প্রথম। দেশটিতে জার্মার্ট-বাকেল ও লার্বিক নামে যে দুটি শহরে করোনা সবচেয়ে ভয়বহভাবে ছড়িয়েছে, বেজির খামার দুটি ওই দুটি প্রদেশেই অবস্থিত। শহর দুটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নর্ড ব্রাবেন্ডে অবস্থিত।
চীন, কোরিয়া, গ্রিস ও তুরস্কে চামড়া রফতানি করার জন্য নেদারল্যান্ডসে বেজির খামার চালু হয়। তবে প্রাণী অধিকার কর্মীদের প্রতিবাদের মুখে ২০১৩ সাল থেকে এ ধরনের খামার তৈরিতে নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। আগের খামারগুলো ২০২৪ সালের মধ্যে বন্ধ করার নির্দেশ দেয়া হয়।

সুত্রঃ যুগান্তর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ