স্পোর্টস ডেস্কঃ উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ম্যাচে বায়ার্ন মিউনিখের কাছে ৮-২ গোলে হারের পর দলে অনেক পরিবর্তন আনবেন বলে জানিয়েছেন বার্সেলোনা ক্লাবটির প্রেসিডেন্ট জোসেফ বার্তেমেউ।
তার এমন বক্তব্যের পরই দলে ফের ব্রাজিল তারকা নেইমার জুনিয়রকে ফিরিয়ে আনা হবে কিনা প্রশ্ন উঠেছে।
২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফিতে ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর কাছে হস্তান্তর করেছিল বার্সেলোনা। এবার নেইমারকে ফিরে পেতে চায় বার্সা।
কাতালানভিত্তিক সংবাদমাধ্যম স্পোর্ট জানিয়েছে, নেইমারকে ফিরে পেতে এখন প্রায় ২০০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি মূদ্রায় প্রায় ২ হাজার কোটি টাকা) খরচ করতে প্রস্তুত বার্সেলোনা। তা না হলে পিএসজিকে অ্যান্তনিও গ্রিজম্যান ও সঙ্গে ৬০ মিলিয়ন ইউরো দিতে রাজি কাতালানরা।
এবার গ্রিজম্যান পিএসজিতে যেতে রাজি থাকলে তিন বছর পর আবার বার্সার জার্সিতে নেইমারকে দেখা যেতে পারে।
সুত্রঃ যুগান্তর