রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

নুসরাত হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে: প্রধানমন্ত্রী

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯
  • ৪৭১ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক::
ফেনীর সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, এ হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, নির্দেশ দিয়েছে এবং সহায়তা করেছে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে। আগুন দিয়ে মানুষ হত্যা বরদাশত করা হবে না।
শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকের শুরুতে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, আগুন দিয়ে মানুষ হত্যা করা ঘৃণিত অপরাধ। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদাররা এভাবে মানুষ হত্যা করেছিল। এরপর ২০১৪ সালের নির্বাচনের আগে ও পরবর্তী সময়ে বিএনপি-জামায়াত আগুন দিয়ে মানুষ হত্যা করেছিল। এখন ফেনীর ওই ছাত্রীকে গায়ে আগুন দিয়ে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এদের কাউকে ছাড় দেয়া হবে না।
তিনি বলেন, অপরাধীদের কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। শাস্তি তাদের পেতে হবে। এ ঘটনার সঙ্গে আরও যারা জড়িত আছে তাদের খুঁজে বের করা হবে। তারা কেউ রেহাই পাবে না।
এ সময় প্রধানমন্ত্রী উদ্বোধনী বক্তব্যে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ