সোমবার বিকাল ৫ টায় উপজেলার শান্তিগঞ্জ বাজার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় দক্ষিণ সুনামগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জ্যোতির্ভূষন তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, মানিক লাল চক্রবর্তী, রিপন তালুকদার, বিজয় কৃষ্ণ দাশ, অনিল দাশ, লিংকন তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন,শাহজাহান মিয়া, স্বপন কুমার তালুকদার, সংবাদকর্মী আবু সঈদ, জয়ন্ত তালুকদার,নিজাম উদ্দিন, আব্দুল মোকাব্বির খোকন, সম্রাট মিয়া, রতীন্দ্র ব্যানার্জী, বীরেন্দ্র দাশা, মতিউর রহমান, সুদর্শন ব্যানার্জী ও জুয়েল দাশসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রতিবাদী ছাত্রী নুসরাত জাহানকে কৌশলে হত্যা করা হয়েছে। এখনই সময় নারীর প্রতি সব ধরনের সহিংসতা রোধ করার। তারা নুসরাতের হত্যাকারী মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলাসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।