সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৫:৪৮ পূর্বাহ্ন

নীলফামারীতেও হবে বঙ্গবন্ধু গোল্ডকাপের ম্যাচ

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ১ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৭০ বার

স্পোর্টস ডেস্ক::
বাংলাদেশ ও শ্রীলংকার ফিফা প্রীতি ম্যাচে উপচে দর্শক হওয়ার কারণে নীলফামারী শেখ কামাল স্টেডিয়ামের সামনে এখন আন্তজর্জাতিক ভেন্যু হওয়ার বিশাল হাতছানি। আগামী ১ অক্টোবর শুরু হতে যাওয়া বঙ্গবন্ধু গোল্ডকাপের কয়েকটি ম্যাচ এ স্টেডিয়ামে আয়োজনের চিন্তা-ভাবনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেন (বাফুফে)।
বঙ্গবন্ধু গোল্ডকাপের ম্যাচগুলোর জন্য নির্ধারিত ভেন্যু দুটি, ঢাকা এবং সিলেট। কিন্তু বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রীতি ম্যাচে দর্শক ধারণের ঠাঁই ছিল উত্তরাঞ্চলের অন্যতম ভেন্যু, নীলফামারি শেখ কামল স্টেডিয়ামে। নির্ধারিত ২১ হাজারের চেয়ে অনেক বেশি দর্শক মাঠের বাইরে দাঁড়িয়েছিল। টিকিটের জন্য ছিল হাহাকার। ওই ম্যাচের আয়োজকরা আক্ষেপ করে বলেছিলেন, ‘১ লাখ দর্শক ধারণক্ষমতা থাকলে সবচেয়ে ভালো হতো।’
ওই ম্যাচে ফুটবলের প্রতি ঢাকার বাইরের মানুষের এতটা ভালোবাস দেখেই বাফুফে সেখানে বঙ্গবন্ধু গোল্ডকাপের কিছু ম্যাচ আয়োজনের জন্য নতুন করে চিন্তা ভাবনা করছে। বাংলাদেশ ছাড়াও এই আসরে অংশ নিচ্ছে ৫টি দেশ। ফিলিপাইন, ফিলিস্তিন, লাওস, নেপাল এবং তাজিকিস্তান। আজই ঢাকার একটি পাঁচ-তারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু গোল্ডকাপের ড্র।
এতবড় একটি টুর্নামেন্টের কয়েকটি খেলা নীলফামারিতে আয়োজন করা হলে নিশ্চিত উত্তরাঞ্চলে ফুটবলের উন্মাদনা বয়ে যাবে। সেটা মাথায় নিয়েই জাগো নিউজকে বাফুফে সভাপতি বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেন, ‘ঢাকার চেয়ে ঢাকার বাইরে দশর্ক বেশি হবে। তাই একটি সেমিফাইনালসহ কিছু ম্যাচ নীলফামারীতে আয়োজন করার কথা ভাবছি আমরা।’
বঙ্গবন্ধু গোল্ডকাপের পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান কে-স্পোটর্সের সঙ্গেও আলোচনা করেছে বাফুফে। সে কারণেই প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী ফাহাদ করীম বলেন, ‘বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে বাফুফে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ