মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ১০:৫০ অপরাহ্ন

নির্বাচনী প্রচারণায় নেই কর্নেল আলী ও নজরুল

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮
  • ২৫৪ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক:: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসনে মনোনয়ন প্রত্যাহারকারী শক্তিশালী দুই প্রার্থী নির্বাচনী প্রচারণায় আর নেই। এরা হলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কর্ণেল অব. সৈয়দ আলী আহমদ ও গণফোরাম নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম। প্রভাবশালী এই দুই রাজনীতিক ২০ দলীয় জোট এবং ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে আগ্রহী ছিলেন।

সৈয়দ আলী আহমদ মনোনয়ন প্রত্যাহার শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন,‘দলের ভরাডুবিতে আমি শরিক হতে চাই না। বিএনপি শহীদ জিয়ার সততা ও নৈতিককতার পথ থেকে বিচ্যুত হয়ে স্বার্থ ও লোভ লালসার গহ্বরে পতিত হয়েছে। বিএনপির পুনরুত্থানের জন্য একদিন কাজ করবো। এই আমার দৃঢ় অঙ্গীকার। আমি জিয়ার সৈনিক, শহীদ জিয়ার আদর্শে অটল ও অবিচল থাকবো। আল্লাহ্ বিএনপিকে এই পতন ও পচন থেকে রক্ষা করুন।’ নিজের সমর্থকদের কাকে ভোট দেবার কথা বলবেন, এমন প্রশ্নের জবাবে কর্নেল অব. আলী আহমদ বলেন,‘বিএনপির যেহেতু প্রার্থী নেই তাই ভোটার যার যাকে ইচ্ছা, তাঁকে ভোট দেবে।’

অন্যদিকে সিলেট এমসি কলেজের সাবেক ভিপি, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, সিলেট জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সদ্য গণফোরামে যোগদানকারী যুক্তরাজ্য প্রবাসী রাজনীতিক নজরুল ইসলাম মনোনয়ন প্রত্যাহার করে বললেন,‘শুভানুধ্যায়ীদের কাছে অনুরোধ জানাবো, সৎ চরিত্রের অধিকারী ভালো মানুষকে তারা যেন ভোট দেন। যাকে ভোট দিলে দেশের জন্য ভালো হবে।’ এই দুই রাজনীতিক-ই জানালেন তাঁরা নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ