স্পোর্টস ডেস্কঃ
এভাবেই একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের পথে নিয়ে যান রস টেইলর। ছবি টুইটার থেকে সংগৃহীত
নিউজিল্যান্ডের কাছেই হেরে গেল ভারত। নিজেদের অন্যতম ফেবারিট দাবি করা ভারতীয় দলটি প্রস্তুতি ম্যাচে হেরে যায় ট্রেন্ট বোল্ট-কেন উইলিয়ামসনদের বিপক্ষে।
ইংল্যান্ড বিশ্বকাপনিয়ে সাবেক তারকা ক্রিকেটারদের অনেকেইভবিষ্যদ্বাণীকরেছেন।কিংবদন্তিদের সেমিফাইনাল লিস্টে নাম নেই নিউজিল্যান্ডের। অথচ সেই নিউজিল্যান্ডের কাছেইহেরে গেলএবারের বিশ্বকাপে নিজেদের অন্যতম ফেবারিট দাবি করা ভারত।
শনিবার ইংল্যান্ডের কিংসটন ওভালেবিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয় নিউজিল্যান্ড-ভারত। টস জিতে প্রথমে ব্যাটিংয়েনেমে ট্রেন্ট বোল্টের গতির মুখে পড়ে ৩৯.২ ওভারে ১৭৯ রানে অলআউট ভারত।
টার্গেট তাড়া করতে নেমে ৭৭ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় নিউজিল্যান্ড। দলের জয়ে জোড়া ফিফটি করেনঅধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলর। দলের হয়ে সর্বোচ্চ ৭১ ও ৬৭ রান করেন টেইলর ও উইলিয়ামসন।
ভারতের বিপক্ষে ১৮০ রানের মামুলি স্কোরতাড়া করতে শুরুতেই বিপর্যয়ে পড়ে যায় নিউজিল্যান্ড। স্কোর বোর্ডে ৩৭ রান তুলতেই দুই ওপেনার কলিন মুনরো-মার্টিন গাপটিলের উইকেট হারায় ব্লাক ক্যাপসরা।
তৃতীয় উইকেটে দলের হাল ধরেন অধিনায়ক কেন উইলিয়ামসন ও রস টেইলর। এই জুটিতে তরা যৌথভাবে ফিফটি গড়ার পাশাপশি করেন ১১৪ রান।
জয়ের জন্য শেষ দিকে নিউজিল্যান্ডের প্রয়োজন ১২১ বলে মাত্র ২৯ রান। খেলার এমন অবস্থায় যুজবেন্দ্র চাহালের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কেন উইলিয়ামসন। তার আগে ৮৭ বলে ছয়টি চার ও এক ছক্কায় ৬৭ রান করেন নিউজিল্যান্ড অধিনায়ক।
উইলিয়ামসনেরবিদায়ের খানিক ব্যবধানে ফেরেন দুর্দান্ত ব্যাটিং করে যাওয়া রস টেইলর। রবিন্দ্র জাদেজার বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন টেইলর। তার আগে ৭৫ বলে ৮টি চারের সাহায্যে ৭১ রান করেন তিনি। রস টেইলরেরবিদায়ের পর জয়ের জন্যতেমন সমস্যায় পড়তে হয়নি নিউজিল্যান্ডকে। ২৮ বলে ১৫ রানে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন নিকোলাস।
বোল্টের বোলিং তোপে ১৭৯ রানে অলআউট ভারত
বোল্টের বোলিং তোপে ১৭৯ রানে অলআউট হয়কোহলির নেতৃত্বাধীন ভারত। নিউজিল্যান্ডের এই গতিময় পেসারের বোলিং তাণ্ডবে ব্যাটিং লাইনআপ ভেঙে যায় দুইবারের বিশ্বকাপজয়ী ভারতের।
ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন ভারত সেরা ওপেনার রোহিত শর্মা। ওয়ানডে ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়া রোহিত ফেরেন মাত্র ২ রান করে। ট্রেন্ট বোল্টের গতির বলে বিভ্রান্ত হন তিনি।
রোহিত শর্মা আউট হওয়ার ঠিক পরের ওভারেই প্যাভেলিয়নে ফেরেন অন্য ওপেনার শিখর ধাওয়ান। ট্রেন্ট বোল্টের দ্বিতীয় শিকারে পরিনত হন তিনি।
চার নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে পরিস্থিতি বুঝে ওঠার আগেই ট্রেন্ট বোল্টের বলে স্ট্যাম্প ভেঙে যায় লোকেশ রাহুলের। আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দুর্দান্ত ব্যাটিং করা রাহুল ফেরেন ১০ বলে মাত্র ৬ রান করে।
২৪ রানে প্রথম সারির ৩ উইকেট হারিয়ে এক ঘরে হয়ে যায়া ভারত। দলের ইনিংস মেরামত করার আগেই ফেরেন অধিনায়কও।
নিউজিল্যান্ডের পেসার কলিন ডি গ্রান্ডহোমের গতির বলে স্ট্যাম্প উড়ে যায় বর্তমান সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির। ভারতীয় অধিনায়ক বোল্ড হওয়ার আগে ২৪ বলে মাত্র ১০ রান করার সুযোগ পান তিনি।
৩৯ রানে ৪ ব্যাটসম্যানের বিদায়ের পর দলকে খেলায় ফেরানোর সর্বোচ্চ চেষ্টা করেন মহেন্দ্র সিং ধোনি। পঞ্চম উইকেটে হার্দিক পান্ডিয়াকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন। এই জুটিতে ৩৮ রান করতেই বিপদে পড়েন পান্ডিয়া। ক্যাচ তুলে দিয়ে বিদায় নেয়ার আগে ৩৭ বলে ৩০ রান করেন এ অলরাউন্ডার।
পান্ডিয়ার বিদায়ের পর ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি দিনেশ কার্তিক। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের এ অধিনায়ক ফেরেন মাত্র ৪ রানে।
ব্যাটিং বিপর্যয়ের দিনে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন মহেন্দ্র সিং ধোনি। ওয়ানডে ম্যাচে টেস্টের আদলে ব্যাটিং করেন ভারতের বিশ্বকাপজয়ী দলের এ অধিনায়ক।
দলীয় ৯১ রানে থেমে যায় ধোনির একার লড়াই। জেমস নিশামের বলে শটমিড উইকেটে ক্যাচ তুলে দিয় সাজঘরে ফেরেন ধোনি। তার আগে ৪২ বল মোকাবেলা করে মাত্র ১৭ রান করার সুযোগ পান ভারত সেরা এ উইকেটকিপার ব্যাটসম্যান।
এরপর ১১৫ রানে ৮ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়া ভারতকে টেনে হেচড়ে ১৭৯ রানে নিয়ে যান রবিন্দ্র জাদেজা। দলের হয়ে সর্বোচ্চ ৫০ বলে ৫৪ রান করেন ভারতীয় এ অলরাউন্ডার।
এই ম্যাচেভারতের ব্যাটিং দুর্বলতা ফুটে ওঠে। নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টে ৬.২ ওভারে ৩৩ রানে শিকার করেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
ভারত: ৩৯.২ ওভারে ১৭৯/১০ (জাদেজা ৫৪, পান্ডিয়া ৩০, কোহলি ১৮, ধোনি ১৭, কুলদীপ যাদব ১৯; ট্রেন্ট বোল্ট ৪/৩৩)।
নিউজিল্যান্ড: ৩৭.১ ওভারে ১৮০/৪ (রস টেইলর ৭১, উইলিয়ামসন ৬৭, গাপটিল ২২, নিকোলাস ১৫*)।
ফল: নিউজিল্যান্ড ৬ উইকেটে জয়ী।