রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:২১ পূর্বাহ্ন

না ফেরার দেশে ভাস্কর মৃণাল হক

Reporter Name
  • আপডেট টাইম : শনিবার, ২২ আগস্ট, ২০২০
  • ১৮০ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ দেশের খ্যাতিমান ভাস্কর মৃণাল হক আর নেই। শুক্রবার দিনগত রাত ২টার দিকে গুলশানের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৬২ বছর।

মৃণাল হকের গ্রাফিক্স ডিজাইনার আলমগীর যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন মৃণাল হক। বেশ কিছু দিন ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালে তিনি চিকিৎসাও নিয়েছেন।

‘গতকাল রাতে ওনার সুগার লেবেল কমে গিয়েছিল, পাশাপাশি অক্সিজেন মাত্রাও কমে গিয়েছিল। পরে এভারকেয়ার হাসপাতালে ফোন করে অ্যাম্বুলেন্স আনা হয়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মৃণাল হক ১৯৯৫ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং সেখানে ভাস্কর্যের কাজ শুরু করেন। ২০০২ সালে তিনি দেশে ফিরে আসেন এবং স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ