বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৭:৫২ অপরাহ্ন

না ফেরার দেশে প্রখ্যাত সাহিত্যিক দেবেশ রায়

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ২৪৭ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   
প্রখ্যাত সাহিত্যিক দেবেশ রায় আর নেই। বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০ টা ৫০ মিনিটে পশ্চিমবঙ্গের বাগুইআটির একটি বেসরকারি নার্সিংহোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
এর আগে বুধবার রাতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে নার্সিং হোমে ভর্তি হয়েছিলেন বিশিষ্ট এই লেখক। বৃহস্পতিবার দুপুর থেকে তার অবস্থার অবনতি হতে থাকে। এদিন রাত ১০টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়। তবে তিনি করোনাভাইরাস পজিটিভ কি না তা এখনো জানা যায়নি।
বিশিষ্ট লেখক দেবেশ রায়ের জন্ম ১৯৩৬ সালে বর্তমান বাংলাদেশের পাবনা জেলায়। তার প্রথম উপন্যাস যযাতি। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলি হলো : মানুষ খুন করে কেন (১৯৭৬), মফস্বলী বৃত্তান্ত (১৯৮০), সময় অসময়ের বৃত্তান্ত (১৯৯৩), তিস্তা পাড়ের বৃত্তান্ত (১৯৮৮), লগন গান্ধার (১৯৯৫) ইত্যাদি।
তিস্তা পাড়ের বৃত্তান্ত উপন্যাসটির জন্য তিনি ১৯৯০ সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মান ‘সাহিত্য অ্যাকাডেমি’ পুরস্কারে সম্মানিত হন।
বাংলা সাহিত্যে তিনি একজন ছকভাঙা আধুনিক ঔপন্যাসিক হিসাবে পরিচিত ছিলেন।

সুত্রঃ কালের কন্ঠ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ