বিনোদন ডেস্কঃ
‘এই তুমি সেই তুমি’ ছবির পাত্র-পাত্রী প্রায় সবই চূড়ান্ত। শুটিংয়ের দিনক্ষণও ঠিক হয়ে আছে। প্রধান চরিত্রের অভিনয়শিল্পীদেরও শিডিউল নেওয়া হয়ে গেছে। এই মাসে অনুদানের ছবির শুটিংয়ে যাওয়ার যাবতীয় আয়োজনও গুছিয়ে এনেছেন। শুধু নায়িকা নিয়েই রয়ে গেছে দুশ্চিন্তা। এই নায়িকা খোঁজার জন্য কলকাতা ও ঢাকায় মিলে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছেন। কোনোভাবেই চরিত্রের উপযোগী কাউকে পাননি। সে হিসাবে কবরীর সিনেমায় নায়িকা হওয়ার সুযোগটা এখনো অনেকের রয়ে গেছে। কে হবেন কবরীর সিনেমার নায়িকা, তা দেখতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।
কবরী বলেন, ‘সুন্দর মুখশ্রীর একটা মেয়ে হলেই চলবে। যে নাচতে পারবে, টুকটাক গানও গাইতে পারে। এমনকি যার পর্যবেক্ষণ ক্ষমতাও আছে। তবে স্লিমও হতে হবে। চোখটা সুন্দর এবং হাসলে বেশ ভালো লাগবে। কয়েকজনের সঙ্গে কথাও বলেছিলাম, একদিকে মিল হলেও অন্যদিকে অমিল। তাই নায়িকা চূড়ান্ত করতে পারিনি। আশা করছি কিছুদিনের মধ্যে আমার ছবির নায়িকা পেয়ে যাব।’
এদিকে কাল সোমবার সকালে লোকেশন দেখতে ঢাকার বাইরে যাচ্ছেন বলে জানালেন কবরী। শিগগিরই ‘এই তুমি সেই তুমি’ ছবির কাজ শেষ করতে চান। শুটিং শুরু হতে দেরি হচ্ছিল দেখে কবরী গান তৈরির কাজটা অনেকটা গুছিয়ে নেন। এরই মধ্যে গান তৈরির কাজ চলছে।
‘এই তুমি সেই তুমি’ ছবিতে দুই প্রজন্মের দুই জোড়া নায়ক-নায়িকা থাকছেন। একটি জুটি হচ্ছেন কবরী ও সোহেল রানা। পরবর্তী প্রজন্মের মধ্যে নায়ক হিসেবে বাছাই করা হয়েছে রিয়াদ রায়হানকে। ২০১৪ সালে অনুষ্ঠিত রিয়েলিটি শো ‘ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম’ প্রতিযোগিতার প্রথম রানারআপ রিয়াদ রায়হান হচ্ছেন কবরীর নতুন সিনেমার নায়ক। প্রথম সিনেমায় কবরীর কাজ করার সুযোগ পাচ্ছেন, ভেবেই নিজেকে ভীষণ সৌভাগ্যবান মনে করছেন রিয়াদ। এই ছবিতে সংগীত পরিচালক হিসেবে আবির্ভূত হয়েছেন দেশবরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন। এই ছবির মধ্য দিয়ে গীতিকার হিসেবে দেখা যাবে কবরীকেও।
রিয়েলিটি শো দিয়ে বিনোদন অঙ্গনে পরিচিতি পেলেও ৫ বছরে ৪০টির মতো নাটকের অভিনয় করা রিয়াদের স্বপ্ন ছিল চলচ্চিত্রে অভিনয়ের। পছন্দের গল্প ও ভালো লাগার পরিচালকের খোঁজ পাচ্ছিলেন না। পরিচিত একজনের মাধ্যমে খোঁজ পান, কবরী তাঁর নতুন ছবির জন্য নায়ক খুঁজছেন। এরপর যোগাযোগ করে একদিন ঢাকার শিল্পকলা একাডেমিতে একটি অনুষ্ঠানের ফাঁকে কবরীর সঙ্গে দেখা করেন রিয়াদ। রিয়াদ বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের তাড়না থেকে কবরী ম্যাডামের সঙ্গে দেখা করতে যাই। এত বড় মাপের অভিনয়শিল্পী তিনি, ভয়ে আমার হাত-পা কাঁপছিল। সেদিন ভাবিনি, তাঁর ছবিতে অভিনয়ের জন্য নির্বাচিত হব। ভাবতে পারিনি, প্রথম সিনেমা হবে কবরী ম্যাডামের পরিচালনায়।’
শুক্রবার সন্ধ্যায় কবরীর বাসায় গেলে দেখা যায়, রিয়াদসহ কয়েকজনকে নিয়ে গোল হয়ে বসে আছেন কবরী। পাশে বসে মনোযোগী শ্রোতা হয়ে সব শুনছেন রিয়াদ। জানালেন, ‘আমার সমস্ত ধ্যানজ্ঞান এখন ম্যাডামের ছবিটি ঘিরে। স্ক্রিপ্ট নিয়ে অনেক দিন বসেছি। তিনি প্রতিটা খুঁটিনাটি বিষয় ধরিয়ে দিচ্ছেন। এটা আমার অভিনয়জীবনের একটা শিক্ষার মতো।’
সরকারি অনুদানে নির্মিত এই ছবির চিত্রনাট্য তৈরির কাজ শেষ হয়েছে। সিনেমাটির মধ্য দিয়ে চার দশক পর আবার পর্দায় জুটি হবেন সোহেল রানা ও কবরী। পরিচালনার পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা কবরীর।