রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

নাটোরে ঘুমন্ত ননদ-ভাবিকে সাপের দংশন

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২০
  • ২০৬ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্কঃ   নাটোরের বাগাতিপাড়ায় ঘুমন্ত ননদ-ভাবিকে একসঙ্গে বিষাক্ত সাপ কামড় দিয়েছে। এতে ননদের মৃত্যু হয়েছে।

নিহত বিলকিস বেগম (৪২) উপজেলার জামনগর ইউনিয়নের বজরাপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে।

এ ঘটনায় আহত খাদেজা বেগম (৩২) আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিলকিস ও খাদেজা ঘুমিয়ে পড়েন। গভীর রাতে সাপের কামড়ে তারা চিৎকার করতে থাকেন। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে বিলকিস মারা যান। খাদেজার শারীরিক অবস্থা আশংকাজনক। তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

জামনগর ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে জানান, বুধবার রাতেই বিলকিসের দাফন সম্পন্ন হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ