প্রতিটি দিনই মানুষের জন্য নতুন
নববর্ষের প্রথম দিনের মতো
জানা কি আছে কারো আগামীকাল
কি আছে তার জন্য অপেক্ষারত?
ক্লান্ত শ্রান্ত দেহে ঘুমিয়ে পড়ে
জেগে যদি আর না উঠে
সুন্দর দেহখানি নিয়ে যাবে তখন
নির্জন কবরে অথবা শ্মশানঘাটে!
মনের কোণে আশার শত স্বপ্ন বুনে
ছুটে চলে রাতদিন সারাক্ষণ
জানা কি আছে কারো জীবনে
কখন আসবে চিরন্তন মরণ!
অন্তরের যত কালিমা আছে
মুছে ফেলো প্রতিটি প্রভাতে
নতুন দিনে ফিরে আসবে কি না
ভেবে নিও প্রতিদিন রাতে।
জাগ্রত রাখো সদা মনের গভীরে
সেই মৃত্যু যন্ত্রণার ভয়
প্রতিটি দিন প্রতিটি ক্ষণ যেন তোমার
নববর্ষের নতুন দিন হয়।
লিখেছেন, মো: মাসুদ আহমদ
সমবায় অফিসার , দক্ষিণ সুনামগঞ্জ