বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৩ অপরাহ্ন

নজিবুল্লাহর সেঞ্চুরি ম্লান করে বালবির্নির ঝড়

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ৬ মার্চ, ২০১৯
  • ২৪৩ বার

স্পোর্টস ডেস্ক 
৪৯তম ওভারের চতুর্থ বলেই দৌলত জাদরানকে বাউন্ডারির বাইরে পাঠিয়ে স্কোর সমান করে ফেললেন অ্যান্ড্রু বালবির্নি। এরপর পঞ্চম বলটা রয়ে সয়ে খেলে ওভারের শেষ বলে আবারও বাউন্ডারি। দুর্দান্ত এক জয়ের বন্দরে নোঙ্গর ফেললেন আয়ারল্যান্ডের এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।
ভারতের দেরাদুনে আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচে আফগান ব্যাটসম্যান নজিবুল্লাহ জাদরানের অসাধারণ সেঞ্চুরিকে ম্লান করে দিলেন আইরিশ ব্যাটসম্যান অ্যান্ড্রু বালবির্নি। নজিবুল্লাহ জাদরান অপরাজিত ছিলেন ১০৪ রানে। জবাবে অ্যান্ড্রু বালবির্নি অপরাজিত থাকলেন ১৪৫ রানে।
জয়ের জন্য ২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আয়ারল্যান্ড। ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ আইরিশরা সমতায় এসেছে ১-১ ব্যবধানে। অ্যান্ড্রু বালবির্নির হাতেই উঠলো ম্যাচ সেরার পুরস্কার।
২৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই মুজিবুর রহমানের বলে উইলিয়াম পোর্টারফিল্ডের উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে আইরিশরা। ২০ রানে ফিরে যান পল স্টার্লিংও। সিমি সিং ফিরে যান ১ রানে। ২৯ রানে ৩ উইকেট হারানোর পর কেভিন ও’ব্রায়েনকে নিয়ে ৭৩ রান পর্যন্ত টেনে নিয়ে যান বালবির্নি।
২৫ বলে ২১ রান করেন ও’ব্রায়েন। জর্জ ডকরেল এসে দুর্দান্ত জুটি বাধেন বালবির্নির সঙ্গে। ৭৭ বলে ৫৪ রান করে আউট হন ডকরেল। পয়েন্টার শূন্য রানে আউট হয়ে গেলেও ম্যাকব্রাইনকে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বালবির্নি। ১৩৬ বলে ৮টি করে বাউন্ডারি আর ছক্কায় ১৪৫ রানে অপরাজিত থাকেন বালবির্নি।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নজিবুল্লাহ জাদরানের ১০৪ রানের ওপর ভর করে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। ৯৮ বল খেলে ৫টি করে বাউন্ডারি এবং ছক্কায় ১০৪ রানে অপরাজিত থাকেন তিনি। ১০৯ বলে ৭৫ রান করে আউট হন অধিনায়ক আসগর আফগান। ৩৪ রান করেন হজরতুল্লাহ জাজাই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ