সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের চলতি নদীর তীরে গর্ত থেকে পাথর উক্তোলনকালে গর্তের ওপরের মাটি ধ্বসে ২ নারী শ্রমিক মঙ্গলবার সকালে নিহত হওয়ায় নরেচরে বসেছে প্রশাসন। মঙ্গলবার সদর উপজেলার ধোপাজান চলতি নদীতে প্রশাসন অভিযানে নেমে প্রায় ১৫ লাখ টাকা মুল্যের ১০ ড্রেজার মেশিন আটকের পর ধ্বংস করেছে।’ সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো.শহীদুল্লাহ জানান, সদর উপজেলার ধোপাজান-চলতি নদীতে অবৈধভাবে বালু পাথর উক্তোলনকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাকিল আহমদের নেতৃত্বে সদর থানা পুলিশ মঙ্গলবার দুপুর থেকে বিকেল সাড়ে ৫টা পর্য্যন্ত ১০টি ড্রেজার মেশিন জব্দ করে। পরে এসব মেশিন জনসম্মুখে ধংস করা হয়। সুনামগঞ্জ পুলিশ সুপার মো.বরকতুল্লাহ খাঁন মঙ্গলবার সন্ধায় জানান, পরিবেশ ধ্বংস করে যারা অবৈধভাবে নদী কিংবা নদীর তীর কেঁটে বালু পাথর উক্তোালন, মজুদ করছে অতীতে যেমন পুলিশ তাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়েছে এখনও নিয়মিত অভিযান চালাবে।