সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

ধর্মপাশায় সমষ্টি প্রকল্পের স্টেইক হোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মার্চ, ২০১৮
  • ৪৮৩ বার

অতিথি প্রতিনিধি :
ধর্মপাশায় আইডিয়া এসডিসি সমষ্টি প্রকল্পের সরকারী বেসরকারি বিভিন্ন স্টেইক হোল্ডারদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়ন পরিষদ হল রুমে এসডিসি সমষ্টি প্রকল্পের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্টেইক হোল্ডারদের নিয়ে এফএফ সালাউদ্দিন এর সঞ্চালনায় ১দিন ব্যাপি কর্মশালার আয়োজন করা হয় উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা,কৃষি কর্মকর্তা,বিআরডিবি কর্মকর্তা,সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা,যুব উন্নয়ন কর্মকর্তা,পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মহিলা বিষয়ক কর্মকর্তা এবং ইনপুট বিক্রেতা সবজির আড়ৎদার,অগ্রগামী কৃষক ও ৪টি ইউনিয়নের এলএসসি ও এসসিএ বৃন্দ। কর্মশালার শুরুতেই এফএফ সালাউদ্দিন কর্মশালায় অংশগ্রহনের জন্য সবাইকে শুভেচ্ছা জানান এবং সকলের পরিচয় প্রদানের অনুরোধ করেন। পরিচয় পর্ব শেষে কর্মশালার উদ্দেশ্য ও প্রকল্পের এ পর্যন্ত বাস্তাবয়নকৃত কাজের উপর বিস্তারিত আলোচনা করেন সমষ্টি প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম। তিনি তার বক্তব্যে সমষ্টি প্রকল্পের চলমান কাজ বাস্তাবায়নে মাঠ পর্যায়ে তথা সর্বক্ষেত্রে উপজেলা থেকে সহযোগিতা প্রদান করার জন্য আবারও সবাইকে ধন্যবাদ জানান। এবং ভবিষ্যতে এ সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। এরপর উন্মুক্ত আলোচনায় প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম বলেন হাওড় অঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের জন্য সমষ্টি প্রকল্প হতে গৃহীত উদ্যোগে সমবায় অফিস সর্বদা সহযোগিতা প্রদান করবে এবং সদস্যদের দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষনের মাধ্যমে আর্থ-সামাজিক ও কর্মসংস্থানের ব্যবস্থা করবে উপজেলা প্রাণীসম্পদ অফিস। বাংলাদেশ পানি উন্নয়ন কর্মকর্তা বলেন আগামী এপ্রিল মাস থেকে পানি উন্নয়ন বোর্ড গ্রামিন জনগোষ্ঠির জন্য দক্ষতা বৃদ্ধিমূলক বিভিন্ন প্রশিক্ষনের ব্যবস্থা করবে এবং সমষ্টি প্রকল্পের সদস্যদের অগ্রধিকার ভিত্তিতে নির্বাচন করবে। উপজেলা ভেটেনারী কর্মকর্তা ডাঃ উৎপুল কুমার সরকার বলেন,উন্নত প্রযুক্তিতে পশুপালনে সার্বিক প্রশিক্ষণ ও সহযোগীতা অব্যাহত রাখবে প্রানী সম্পদ অফিস এই লক্ষে উপস্থিত সবাইকে প্রানী সম্পদ কার্যালয়ের সহিত নিয়মিত যোগাযোগের পরামর্শ প্রদান করেন। এরপর ব্র্যাক কর্মকর্তা ফররুক আহমেদ বলেন কিছুদিনের মধ্যেই ব্র্যাক হাঁসপালন ও গরু মোটাতাজাকরনরে জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করবে আগ্রহীদের ব্র্যাকের সাথে যোগাযোগের আহবান জানান। এরপর প্রকল্প কর্মকর্তা জনাব সিরাজুল ইসলাম সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে কর্মশালার কার্যক্রম সমাপ্ত ঘোষনা করেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ