রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন

ধর্মপাশায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ১ সেপ্টেম্বর, ২০১৯
  • ২৫৯ বার

অনলাইন ডেস্ক:: ধর্মপাশায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের নওধার গ্রামের বাসিন্দা খোকন মিয়ার তিন বছরের শিশু সাব্বির মিয়া রোববার সকাল সাড়ে আটটার দিকে নিজ বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে সে বাড়ির সামনের ডোবার পানিতে ডুবে তলিয়ে যায়। সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, সকাল ১০টার দিকে একই গ্রামের সবুজ মিয়ার সাত বছর বয়সী শিশু ইয়াসিন মিয়া বাড়ির সামনের ডোবায় গোসল করতে গিয়ে তলিয়ে যায়। সকাল সাড়ে ১০টার দিকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, ওইদিনই সকালে উপজেলার চামরদানি ইউনিয়নের সোলেমানপুর গ্রামের বাসিন্দা মঞ্জু সরকারের আড়াই বছরের শিশু অভিজিৎ সরকার বেলা ১১টার দিকে মনাই নদীর পানিতে পড়ে গিয়ে তলিয়ে যায়। দুপুর সাড়ে ১২টার দিকে ভাসমান অবস্থায় স্থানীয় লোকজন ওই নদী থকে শিশুটির লাশ উদ্ধার করে।
পাইকুরাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফেরদৌসুর রহমান তাঁর ইউনিয়নের নওধার গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। এদিকে চামরদানি ইউপি চেয়ারম্যান জাকিরুল আজাদ মান্না তাঁর ইউনিয়নের সোলেমানপুর গ্রামে পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন।

সূত্র: নিউজসুনামগঞ্জ

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ