যুগে যুগে মনিষীরা আসেননা, লোক মুখে শুনেছি, রাজার নীতির নাম রাজনীতি। সময় অতিবাহিত হয়, স্মৃতির পাতায় হাজারো প্রতিক্ষা, প্রতিশ্রুতি থেকেই থাকে।
আমি অধম, তেমন একটা বুঝে আসেনা রাজনীতি জিনিসটা আসলে কি?
কোথায় তার অস্থিত্ব, কোন সময় মনে ও আসেনা একটু ভাবি আসলে রাজনীতি টা কি?
মূল বিষয়ে আসি, সুনামগঞ্জ জেলা হচ্ছে অবহেলিত একটি জনপদের নাম। যা অতিতে ছিল কর্তিত্ব, দাপট, মন্ত্রণালয়ের মূল অবকাঠামো বলতে সবাই বুঝতেন জেলার সদর থানা।
বেশিদিন নয় বছর পাছে-ক আগে ও বুঝা হয়ে উঠেনি, কারা যেন নীলনকশার আবরণ দিয়ে হাওর বেষ্টিত অপার সম্ভাবনার জেলা সুনামগঞ্জকে, ত্রাসের ঘর বানানোর পায়তারা করছেন।
সৃষ্টিকর্তার কৃপায়, সুনামগঞ্জের সহজ-সরল, সাদামনের একজন মানুষ, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মেম্বার অব পার্লামেন্টারি হিসেবে সংসদে যান। মেধা,দৃঢ়তা,সচ্ছতার সাথে তিনি দায়িত্ব পালন করে আসছেন।
যেখানে অতিতের অনেকেই অতিত হয়ে চলে গেছেন কোন মাথা ব্যাথাই ছিল না,ক্রমান্বয়ে হাওর বেষ্টিত জনপদের আকুতি মিনতি ও নীরব কান্নার স্বরটি গণভবনে যেন কিছুটা হিট করলো।
দেশরত্ন খ্যাত, মাননীয় প্রধানমন্ত্রী উনার মনের ভাষাটি কিছুটা হলে ও উপলব্ধি করতে পেরেছেন।
দেয়া হল প্রতি মন্ত্রণালয়ের দায়িত্ব,এবং দেখা গেল একজন সাবেক (আমলা) মানুষ,একে একে দুইটি মন্ত্রণালয়ের দায়িত্ব শুধু ভাল নয়,অত্যান্ত দৃঢ়তা ও নিষ্টার সাথে আমাদের দিয়ে যাচ্ছেন।
পরের মন্ত্রী পরিষদে উনার নাম আসল, বাংলাদেশের কয়েকটি গুরুত্বপূর্ণ মত্রণালয়ের একটিতে।
শুরু হল উন্নয়নের জোয়ার। স্বপ্ন দেখতে লাগল হাওর পাড়ের দরিদ্র মানুষেরা। একে একে পরিবর্তন হতে শুরু করল পুরো জেলা। যা সুনামগঞ্জবাসী পূর্বে কখনও দেখেননি।
শত ভাগ বিদ্যুতায়ন, কৃষি সহায়তা, গ্রামের স্বাস্থ্য খাত, হাইওয়ে রাস্থা, বড় বড় সেতু শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সম্মত স্যানিটেশন ভরাট প্রকল্প, মেডিকেল কলেজ হাসপাতাল ইত্যাদি।
গোটা সুনামগঞ্জ যেন রাতারাতি চেঞ্জ হয়ে যাচ্ছে, যা দেখে অনেকের ভাল টেকাচ্ছেনা।
ওরা চাচ্ছে গোয়ালা যেন থাকে এই হাওর বাসী।
পারছেনা সরকারের দেয়া বরাদ্ধের টাকা পকেটে ঢুকাতে। চাচ্ছে সব লাপাত্তা করে দিতে।
সর্বশেষ সুনামগঞ্জ সায়েন্স এন্ড ট্যাকনোলজি ইউনিভার্সিটিকে ওরা ধামাচাপা দিতে চাচ্ছে!
তাহলে কি দাড়াল?
আমাদের সন্তানেরা উচ্চ শিক্ষা গ্রহন করা থেকে বিরত থাকুক!
আপনাদের বিবেক যেন এত নিচুতে না যায়।
সময় থাকতে শুভ বুদ্ধির উদয় হোক।
Muhammad Ali….
Bss Sunamganj Government College
LLB sylhet Metropolitan University..