রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১০:৩১ অপরাহ্ন

দোয়ারায় হকনগর ইসলামী সমাজকল্যাণ সংস্থার ২য় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

Reporter Name
  • আপডেট টাইম : রবিবার, ২১ অক্টোবর, ২০১৮
  • ২৮৫ বার

দোয়ারাবাজার প্রতিনিধি::
দোয়ারাবাজারের বাংলাবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী হকনগর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ২য় বৃত্তি পরীক্ষা ২০১৮ শুক্রবার (১৯ অক্টোবর ) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ইসলামপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসায় পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার বাংলাবাজার ও বগুলা ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় ৩টি,মাদ্রাসা৫টি,উচ্চ বিদ্যালয় ২টি,কিন্ডারগার্টেন ৪টি মোট ১৪টি প্রতিষ্ঠানের ৮ম শ্রেণীর ৮৭জন ও ৫ম শ্রেণীর ৯২জন মোট ১৭৯ জন শিক্ষার্থী মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষার হল পরিদর্শন করেন বিশিষ্ট শিক্ষাবিদ শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডঃ মোঃ আব্দুল জলিল, ৮নং বগুলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল,পরিচ্ছন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সাংবাদিক এম এ মোতালিব ভুইয়া,ইউপি সদস্য খোরশেদ আলম,ধন মিয়া,সমাজসেবক জাকির ভুইয়া,বাশতলা চৌধুরীপাড়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন আহমেদ,হকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহমেদ, ইসলামপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা শহিদউল্ল্যাহ, মাওলানা আব্দুস সাত্তার,মাওলানা সিকন্দর আলী,এনামুল হকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ ও এলাকার বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। পরীক্ষায় হল সুপারে দায়িত্ব পালন করেন সংস্থার সেক্রেটারী রুহুল আমিন সুমন,পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সংস্থার শিক্ষা সম্পাদক- জসিম উদ্দিন, হল সচিবের দায়িত্ব পালন করেন সংস্থার সাবেক সেক্রেটারী এম আব্দুল কাইয়ূম,৫টি হলে দায়িত্ব পালন করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক- আনফর আলী অর্থ সম্পাদক- আলাল মোঃ সোহেল সহকারী শিক্ষা সম্পাদক- এম সুরমান আলী সুমন প্রচার সম্পাদক- তারেকুল ইসলাম সহকারী প্রচার সম্পাদক- জামাল আহমেদ সমাজ কল্যাণ সম্পাদক- রোস্তুম আলী কার্যকরি পরিষদের সদস্য মুজিবুর রহমান মোঃ ইন্তাজ আলী, ও আতিকুর রহমান প্রমুখ।

এসময় অতিথিরা বলেন শিক্ষার মান উন্নয়নে এ ধরনের উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।এটা শিক্ষার্থীদের মেধা বিকাশে খুব গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ