বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১২:১৫ পূর্বাহ্ন

দোয়ারায় বেরীবাঁধ ভে‌ঙ্গে ক‌য়েক গ্রাম প্লা‌বিত

Reporter Name
  • আপডেট টাইম : শুক্রবার, ১৫ জুন, ২০১৮
  • ৪৬০ বার

এম এ মোতালিব ভুইয়া:: 

দোয়ারাবাজা‌র উপ‌জেলার বোগলাবাজার ইউ‌নিয়‌নের চিলাই নদীর বে‌ড়িবাঁধ ভে‌ঙ্গে ক্যাম্পেরঘাট, বোগলা, আন্দাইরগাও ,বালিছড়া, তেরাকুরি, রামনগর গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় ৩০০ একর আউশ ফসল তলিয়েছে বলে জানিয়েছেন স্খানীয়রা। প্লাবণের পা‌নি‌ ঢুকে পরায় এলাকার ছোট বর পুকুরের মাছ এবং সবজি ফসলের ক্ষতি হয়েছে।
বুধবার অব্যাহত ভারী বর্ষ‌ণে পাহাড়ী ঢ‌লে বোগলাবাজার ইউনিয়নে দক্ষিন ক্যাম্পেরঘাট খুদিনেওয়াজের বাড়ির নিকটবর্তী বে‌ড়িবাঁধ ভে‌ঙ্গে দুই পা‌ড়ের ক‌য়েক‌টি গ্রাম প্লা‌বিত হয়। বৃহষ্প‌তিবার পা‌নি আ‌রো বৃ‌দ্ধি পে‌য়ে বেশ ক‌য়েক‌টি গ্রা‌মের মানুষ পা‌নিব‌ন্দি জীবন যাপন কর‌তে দেখা গে‌ছে।

বৃহষ্প‌তিবার দুপু‌রে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ স‌রেজ‌মিন প্লাবন কব‌লিত এলাকা প‌রিদর্শন ক‌রে‌ছেন।
স্থানীয় কৃষকরা জানান, বোগলাবাজার ইউনিয়নে ৩২ লক্ষ টাকা ব্যায়ে চিলাই নদীর বেড়ি বাঁধটির কাজের শুরুতেই অনিয়ম দুর্নীতির অভিযোগ ছিল। কিন্ত যথাযথ ব্যবস্থা না নেওয়ায় পাহাড়ি ঢলে বেড়ি বাঁধ ভেঙে ঘর বাড়ী ও ফসলি জমি প্লাবিত হ‌য়ে‌ছে।
এ বিষয়ে জান‌তে চাই‌লে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ ব‌লে‌ছেন, বে‌ড়িবাঁধ ভাঙ্গন কব‌লিত এলাকা প‌রিদর্শন ক‌রে‌ছি। বে‌ড়িবাঁধ নির্মা‌ণে অ‌নিয়‌মের বিষয়‌টি খ‌তি‌য়ে দেখা হ‌চ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ