সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ১২:২৫ পূর্বাহ্ন

দোয়ারায় চিলাই নদীতে রাবার ড্যাম্প নির্মানে প্রতিবন্ধকতার অভিযোগ

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮
  • ২২৭ বার

দক্ষিণ সুনামগঞ্জ২৪ ডেস্ক :: দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নের চিলাই নদীতে রাবার ড্যাম্প প্রকল্প নির্মানে স্থানীয় একটি স্বার্থান্বেসী মহল বার বার মিথ্যা অভিযোগ ও মামলা দিয়ে উন্নয়ন কাজে প্রতিবন্ধকতার অভিযোগ উঠেছে। একাধিক সুত্র জানা যায়, ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসের শেষে দিকে ৭ কোটি ৯৫ লাখ টাকা ব্যায়ে বিএডিসি’র তত্বাবধানে নির্মান কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোস্তাফা কামাল। নির্মানের শুরুতেই চিলাই নদী উত্তর বালিচড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সাধারন সম্পাদক শিব্বির আখন্দ সাব্বির প্রকল্পে বালি পাথর সরবরাহ করার দায়িত্ব পায়। দায়িত্ব পাওয়ার ১ম বর্ষে পুরো মালামালা সরবরাহ করে। দ্বিতীয় বছর মালামাল সরবরাহের শুরুতেই নিম্নমানের মালামাল সাইটে নেয়ার চেষ্টা করলে স্থানীয় প্রকৌশলী, ঠিকদারী প্রতিষ্টান ও স্থানীয় লোকজন তাতে বাধা দেয়। স্থানীয় অভিযোগের প্রেক্ষিতে ঠিকাদারী প্রতিষ্ঠান বালি পাথর সরবরাহের জন্য অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়া হলে শিব্বির আখন্দ ক্ষুদ্ধ হয়ে উঠে এবং উন্নয়ন কাজে বাধা দেয়া শুরু করে। একের এক মিথ্যা ও বানোয়াট অভিযোগ দিয়ে উন্নয়ন কাজে চরম বাধার সৃষ্টি করে এবং উন্নয়ন প্রকল্পটি তৃতীয় বছরেও সমাপ্ত করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান। শিব্বির আখন্দ বালি পাথর সরবরাহ থেকে বঞ্চিত হওয়ার পর প্রাথমিকভাবে বিএডিসি’র সিলেট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী বরাবরে একটি অভিযোগ দায়ের করেন।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে দুই সদস্যের তদন্ত কমিটি সরজমিন পরিদর্শন করে অভিযোগে সত্যতা না পেয়ে সংশ্লিষ্ট কর্র্তৃপক্ষ বরাবরে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে বিএডিসি’র প্রধান প্রকৌশলীসহ কৃষিমন্ত্রী বরাবরে আবারও লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে প্রকল্প পরিচালকসহ বিভিন্ন তদন্ত কমিটি সরেজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা না পেয়ে প্রতিবেদন দাখিল করে। পরবর্তীতে গত ৩রা সেপ্টেম্বর সুনামগঞ্জ সিনিয়র সহকারী স্পেশাল ট্রাইব্যুনালে ১৬জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে দুদক তদন্ত পূর্বক আদালতকে জানানোর নির্দেশনা দিয়েছেন। এ ব্যাপারে সিলেট অঞ্চলের নির্বাহী প্রকৌশলী প্রনোজিত কুমার দেব জানান, চিলাই নদী রাবার ড্যাম্প প্রকল্পে কোন ধরনের নিম্নমানের মালামাল ব্যবহার করা হয়নি। সিডিউল, ড্রয়িং ডিজাইন অনুযায়ী কাজের গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। ইতিমধ্যে রাবার ড্যাম্পের ৮৫ ভাগ কাজ শেষ হয়েছে। অবৈধ স্বার্থ হাসিল করতে না পেরে স্থানীয় শিব্বির আখন্দ নামে এক ব্যক্তি মিথ্যা ও ভিত্তিহীণ মামলা দায়ের করে বর্তমান সরকারের উন্নয়ণ কাজে ব্যাঘাত সৃষ্টি করছে। চলতি মৌসুমেই প্রায় এক হাজার হেক্টর জমি সেচের আওতায় আসবে। প্রায় চার হাজার মেট্রিকটন ধান উৎপাদন হবে এ প্রকল্পটি সম্পন্ন হলে। এ ব্যাপারে ঠিকদারী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোস্তফা কামাল জানান, স্থানীয় শিব্বির আখন্দ নামে এক ব্যক্তি প্রকল্প বাস্তবায়নের বার বার প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রকল্প সম্পন্ন করতে বিলম্ব হচ্ছে। মিথ্যা অভিযোগ ও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে। তার বিরুদ্ধে চাঁদাবাজী মামলা রয়েছে এবং সে একজন পলাতক আসামী। এ ব্যাপারে মামলা বাদী শিব্বির আখন্দ সাব্বির জানান, চিলাই নদী রাবার ড্যাম্প প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এ অনিয়ম ও দুর্নীতি চিত্র বিভিন্ন জাতীয় স্থানীয় ও টেলিভিশনে প্রচারিত হয়েছে। প্রকল্পে মাটিকাটার কথা এসকোভেটর দিয়ে কিন্তু কাটা হয়েছে কোদাল দিয়ে, কাজ শুরুর আগে মালামালগুলো পরীক্ষার করার কথা কিন্তু করা হয়নি। কাউকে হয়রানী করার জন্য আমি মামলা দায়ের করিনি। এলাকার স্বার্থেই মামলা দেয়া হয়েছে। আমার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজী মামলা দিয়ে হয়রানী করছে।

সুত্রঃদৈনিক হাওরাঞ্চলের কথা

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ