দোয়ারাবাজার প্রতিনিধি :
দোয়ারাবাজার উপজেলার কলোনী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরনী অনুষ্টান সম্পন্ন হয়েছে।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিচ্ছন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সাংবাদিক এম এ মোতালিব ভুঁইয়া বলেন, খেলা-ধুলা শিক্ষার্থীর প্রতিভা বিকাশে গুরুত্ব পূর্ণ ভুমিকা রাখে। গুণ গত শিক্ষার জন্য সম্মিলিতভাবে পথ খুজে বের করা বা পদক্ষেপ নেওয়ার এখনই সময়। এতে শিক্ষক অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির যৌথ উদ্যোগ প্রয়োজন। আমাদের এখন থেকে ভাবতে হবে আগামি দিন গুলোর জন্য। তবেই আমাদের সন্তানদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দেশে ও জাতীর আগামী দিনের নেতৃত্বের জন্য গড়ে তুলতে পারব।
শনিবার (৩ মার্চ) কলোনী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান-১৮ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও নুর উদ্দিনের উপস্থাপনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরিচ্ছন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব সাংবাদিক এম এ মোতালিব ভুঁইয়া বক্তব্য রাখেন বাশতলা চৌধুরীপাড়া শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন আহমেদ,দাতা সদস্য আহাম্মদ আলী,জাকির ভুঁইয়া, জাহাঙ্গীর মোল্লা,সাব্বির আহমেদ,ইয়াকুব আলী,হুমায়ুন আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক সাজেদা আক্তার,রুমি আক্তার,সেলিনা বেগম প্রমুখ। অতিথিগন প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্র/ছাত্রীদের মধ্যে পুরস্কার তুলে দেন।