রবিবার, ০৭ জুলাই ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন

দোয়ারার শামছু মিয়ার প্রশ্ন বয়স আর কত হলে জুটবে বয়স্ক ভাতা

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৮১ বার

এম এ মোতালিব ভুঁইয়া:বয়স আর কত হলে আমাগো ভাগ্যে জুটবে বয়স্ক ভাতার কার্ড?দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৌলারপাড় গ্রামের বৃদ্ধ শামছু মিয়ার প্রশ্ন এটি। তার বয়স এখন ৮১ বছর। এ বয়সেও তিনি পাননি একটি বয়স্ক ভাতার কার্ড। ভিটেবাড়ি ছাড়া কিছুই নেই বৃদ্ধ শামছু মিয়ার। এমতাবস্থায় মানবেতর জীবনযাপন করছেন ছয় সন্তানের জনক শামছু মিয়া। দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। চার ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছেন। অসহায় হয়ে স্ত্রী জহুর বেগমকে নিয়ে খেয়ে না খেয়ে কোনো রকম দিন পার করেন তিনি। শামছু মিয়া জানান, পাঁচ বছর ধরে এলাকার মেম্বার-চেয়ারম্যানদের কাছে বয়স্ক ভাতার কার্ডের জন্য অনেকবার গেছেন। শুধু দেবে বলে বিদায় করেছেন তারা। সে কার্ড পাঁচ বছরেও ভাগ্যে জুটেনি তার। সরেজমিন গিয়ে দেখা যায়, শামছু মিয়া ভারতের সীমান্তে সরকারী জমিতে ভাংগা ঘরে বসবাস করছেন। ছেলেরা টাকা-পয়সা যা দেন তা স্ত্রীর ওষুধ কেনাতেই শেষ হয়ে যায়। ওষুধ কম কিনে টাকা বাঁচিয়ে সে টাকায় খাবার কিনে কোনো রকমে বেঁচে আছেন তারা। একটি বয়স্ক ভাতার কার্ড পেলে সরকারের অনুদান পেয়ে হয়তো বা জীবনের বাকি দিনগুলো পার করার সুযোগ পেতেন তারা। কিন্তু তা তো হচ্ছে না। তাই বার বার প্রশ্নটা ঘুরে ফিরে আসে, বয়স আর কত হলে পাওয়া যাবে একটি বয়স্ক ভাতার কার্ড?

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ