রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:৪৮ অপরাহ্ন

দোয়ারাবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০১৯
  • ২৪৮ বার

নিজস্ব প্রতিবেদক : বিপুল উৎসাহ উদ্দীপনা এবং যথাযথ মর্যাদায় দোয়ারাবাজারে মহান বিজয় দিবস ২০১৯ পালিত হয়েছে।সুর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন এবং পর্যায়ক্রমে শহীদ মিনারে দোয়ারাবাজারে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ-সংগঠন, দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান,স্কুল-কলেজ, বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্বস্তরের জনগণ পুষ্পমাল্য অর্পণ করে। সেই সাথে সকল সরকারী, আধা-সরকারী, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ভবনসমূহে উত্তোলন করা হয় জাতীয় পতাকা।

দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে কুচকাওয়াজ, সালাম গ্রহণ, শরীরচর্চা প্রদর্শনী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধা-শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গকে সংবর্ধনা প্রদান, হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শনী, উপজেলা প্রশাসন বনাম সুধী একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক মঞ্চায়ন,পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দোয়ারাবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত এসকল অনুষ্ঠানমালায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা:আব্দুর রহিম,উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা , থানার অফিসার ইনচার্জ মো:আবুল হাশেম,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম,ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মেহের উল্ল্যাহ প্রমুখ অংশ নেন।

এছাড়াও বিকালে দোয়ারাবাজার উপজেলা অডিটরিয়ামে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীকের সভাপতিত্বে ও সাবেক ছাত্রলীগ নেতা কামাল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ ৫ ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসময় তিনি স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী সকল শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

এসময় আরো বক্তব্য রাখেন- দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. মো.আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল খালেক, আব্দুল হালিম বীরপ্রতীক, আব্দুল মজিদ বীরপ্রতীক, উপজেলা পরিষদের সাবেক ভাইস আ.লীগ নেতা হারুন মিয়া, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:আবুল হাসেম, সদর ইউপির সাবেক চেয়ারম্যান আছকির মিয়া, এডভোকেট ছায়াদুর রহমান ছায়াদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সফর আলী, মুুক্তিযোদ্ধা মনফর আলী, নুরুল ইসলাম, সাবেক যুবলীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল হামিদ, কৃষকলীগের আহবায়ক শহীদুল ইসলাম, স্বেচ্চাসেবক লীগ নেতা ছালিক মিয়া, কামরুজ্জামান রুবেল, রুহুল আমিন, বিনয়, ছাত্রলীগের আহ্বায়ক রতন লাল দাস, ছাত্রলীগ নেতা তাহের আহমদ মন্টি, আকরামুল হোসেন সোহেল, ছাদিকুর রহমান প্রমুখ।
অন্যদিকে উপজেলার ৯টি ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব উদ্যোগে স্ব স্ব প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবসের বিভিন্ন কর্মসূচী পালন করা হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ