এম এ মোতালিব ভুঁইয়া :
দরিদ্র মেধাবী শিক্ষার্থী সারমিন আক্তার প্রমি’র লেখাপড়ার দায়িত্ব নিয়েছেন অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা এসএম হাসমত উল্লাহ। সারমিন আক্তার প্রমি এবারের এসএসসি পরীক্ষায় দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে। দারিদ্রতার সঙ্গে লড়াই করে ওই প্রতিষ্ঠান হতে একমাত্র জিপিএ-৫ পাওয়ার সংবাদ যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে বৃহষ্পতিবার বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বরইউড়ি গ্রামের অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা এসএম হাসমত উল্লাহ সারমিনের পরিবারের হাতে অনুদানের নগদ টাকা তুলে দেন। এছাড়া তিনি ওই মেধাবীর লেখাপড়ার সম্পুর্ণ দায়িত্ব গ্রহণ করেন। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. আবু রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার মোস্তাফিজুর রহমান, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, মেধাবী শিক্ষার্থীর মা সিতারা বেগম, সাংবাদিক মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, মো. আলা উদ্দিন, আশিক মিয়া প্রমুখ। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ দরিদ্র মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর জন্য এসএম হাসমত উল্লাহ’র ভুয়সী প্রশংসা করেন।