এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজার উপজেলার সদর ইউপির প্যানেল চেয়ারম্যান ও বিএনপি নেতা হোসেন আলীর বিরুদ্ধে নির্বাচনী প্রতিদ্বন্দ্বী ও রাজনৈতিক প্রতিপক্ষ নানা ভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে তিনি লিখিত আবেদন করেছেন। আবেদন সুত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের রাখালকান্দ গ্রামের নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী ইউপি সদস্য প্রার্থী আলফাজ উদ্দিন, আবুল কালাম সহ কিছু সংখ্যক লোক ভোটে হেরে আমার বিরুদ্ধে নানা ষড়যন্ত্র শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ১৯ ফেব্রুয়ারী একই গ্রামের আছিয়া খাতুন নামের এক ভিজিডি কার্ডধারীকে ফুঁসলিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অহেতুক মিথ্যা অভিযোগ করে। পরবর্তীতে ওই মহিলা তাকে জোর জবরদস্তি করে অভিযোগ করিয়েছেন মর্মে পাল্টা আরেকটি অভিযোগ দেন আছিয়া খাতুন। ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হোসেন আলী বলেন, ওই ঘটনা মিথ্যা ও বানোয়াট প্রমাণিত হওয়ার পর তারা আবারো আমার বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে। তারা রাজনৈতিক প্রতিপক্ষ হওয়ায় আমাকে ঘায়েল করতে অহেতুক অজুহাত সৃষ্টি করে ভিন্ন ষড়যন্ত্র শুরু করেছে। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মহুয়া মমতাজ বলেন, ইউপি সদস্যের বিরুদ্ধে দেয়া ভিজিডি কার্ডধারী মহিলা আরেকটি লিখিত দিয়ে তা প্রত্যাহার করেছেন