রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৭:৩৯ অপরাহ্ন

দোয়ারাবাজারে পিআইসি সভাপতি রাজাকার পুত্র

Reporter Name
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২০
  • ২৪১ বার

 

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের দোয়ারাবাজারের আলোচিত রাজাকার পুত্র এখলাছুর রহমান ফরাজীকে হাওরের ফসল রক্ষা বাঁধের পিআইসি সভাপতি মনোনীত করা হয়েছে। মুক্তিযোদ্ধের বিপক্ষে অবস্থানকারী রাজাকার সামছুদ্দিন ফরাজির পুত্রকে হাওরের বাঁধের দায়িত্ব দেওয়ায় পুরো উপজেলা জুড়ে চলছে সমালোচনা।

এলাকাবাসীর দাবি,যাদের দেশপ্রেম নাই স্বাধীনতার যুদ্ধে দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যার বাবা রাজাকার ছিলেন তার দ্বারা হাওরের বাঁধের কাজ সুষ্ঠভাবে সম্পন্ন হতে পারে না। তাই কৃষকদের দাবি রাজাকার পুত্র এখলাছুর রহমান ফরাজীকে পিআইসি সভাপতি বাতিল করে অন্য যে কাউকে বাঁধে নির্মাণের দায়িত্ব দেয়া হউক।
জানা যায়, চলতি অর্থ বছরে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের কালনার হাওর(পোল্ডার-৩)কিঃমিঃ৭.৫০০থেকে ১০.০০০মোট ৭১০ মিটার ডুবন্ত বাধের ভাঙ্গা বন্ধ করন ও পুররাকৃতিকরন কাজের প্রকল্পের প্রকল্প বাস্তবায়ন কমিটি ২৬ নং-এর সভাপতি মনোনীত করা হয়েছে বিতর্কিত রাজাকার পুত্র এখলাছুর রহমান ফরাজীকে।বরাদ্ধ ২৩.৬৬লক্ষ টাকা।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সিনিয়র আইনজীবি এডভোকেট বজলুল মজিদ খসরু সাহেবের রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ বইয়ের ১৯০ নং পৃষ্টায় ৪১ নম্বর তালিকায় স্পষ্টভাবে এখলাছুর রহমান ফরাজীর পিতা সামসুজ্জামান ফরাজীর নাম রাজাকার তালিকায় রয়েছে।বইয়ে উল্লেখ আছে আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনাল এর অপরাধ তদন্ত বিভাগ কতৃক চাহিত মতে সুনামগঞ্জ জেলা মুক্তিযদ্ধা সংসদ কতৃক প্রেরীত রাজাকার,আলবদর,দালালদের তালিকায় দোয়ারাবাজার থানা ৪১নং সামসুজ্জামান ফরাজী পিতা মৃত জাফর আলী ফরাজী গ্রাম গিরিশনগর ইউনিয়ন সুরমা।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ