সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:২৪ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে তিন সন্তানের জননী নিখোঁজ, থানায় জিডি

Reporter Name
  • আপডেট টাইম : বুধবার, ২১ মার্চ, ২০১৮
  • ৪৭৯ বার

এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজার থানার বাংলাবাজার ইউনিয়নের মৌলারপাড় গ্রামের শেফালী বেগম (২৮) নিখোঁজ হয়েছেন। এ বিষয়ে তার মা মোছাম্মদ ফজিলা খাতুন (৫২)গত ১৯মার্চ সোমবার দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং ৭২২। জিডিতে ফজিলা খাতুন উল্লেখ করেন,তার বড় মেয়ে শেফালী খাতুন( ২৮)কে প্রায় ১০ বছর আগে মৌলভীবাজার জেলার সদর মডেল থানার কাউখলা গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে সিজিল মিয়ার সাথে বিবাহ হয়,তাদের সংসারে ২ ছেলে ১ মেয়ে সন্তান রয়েছে ।গত ১৩ মার্চ বিকালে তার ছোট ছেলে সাবিকুল ইসলাম (০২)কে সাথে নিয়া বেড়ানোর জন্য শশুর বাড়ী হইতে আমার বাড়ী( মৌলারপাড়) আসিয়া হাজির হয়।আমার বাড়ীতে থাকা অবস্থায় গত ১৫ মার্চ সকাল অনুমান ৮ ঘটিকায় আমার মেয়ে শেফালী বেগম তাহার ছেলে সন্তান সাবিকুল ইসলাম (০২)কে সাথে নিয়া একই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের আনোয়ার মিয়ার ছেলে মনির হোসেনের বাড়ীতে যাওয়ার কথা বলে বাহির হইয়া যায়।মনির মিয়ার বাড়ী খোজ নিয়ে তাকে পাওয়া যায়নি,মনির হোসেনকে খুজে পাওয়া যাচ্ছেনা। পরে তিনি সম্ভাব্য সব জায়গায় খোঁজ নিয়েও স্ত্রীর কোনো সন্ধান পাননি।
জিডিতে আরো উল্লেখ করা হয়,১. মোছা:শেফালী খাতুনের উচ্চতা-পাঁচ ফুট, গায়ের রং-ফর্সা,মুখমন্ডল-গোলাকার,চোখের রং-কালো,চুলের রং কালো,পরনে ছিল সেলোয়ার কামিজ ও সাদা কালো রংগের বোরকা। সে ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলে।
২.মো:সাবিকুল ইসলাম বয়স ২ বছর গায়ের রঙ ফরসা,মুখমণ্ডল লম্বা,উচ্চতা ২ফুট,মাথায় খাট চুল পড়নে টি শাট পড়নে প্যান্ট। সে সিলটি ভাষায় কিছু কিছু কথা বলতে পারে। মেয়ে মোছাঃ শেফালী খাতুনের সন্ধান পেলে ফজিলা বেগম মোবাইল ০১৭৪৬০২৫০৫৯ জানানোর জন্য অনুরোধ করেছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ